শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বর্তমান সরকার জনগণের দোর গড়ায় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ-সিভিল সার্জন

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ অমলেন্দু বিশ্বাস বলেছেন, বর্তমান সরকার জনগণের দোর গড়ায় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ। স্বাস্থ্য সেবার মান উন্নয়নে জনঅংশগ্রহণে স্বনির্ভরতা অর্জনে সাফল্য এনেছে দেউল গাঁও স্বাস্থ্য সেবা কেন্দ্র। এর ফলে ইউনিয়নে মাতৃমৃত্যুর হার শূণ্যের কোঠায় এসে পোঁচেছে।

শনিবার খানসামা উপজেলার ৫নং ভাবকী ইউনিয়নের দেউলগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে দেউলগাঁ স্বাস্থ্য সেবা কেন্দ্র ব্যবস্থাপনা কমিটি আয়োজিত ল্যাম্ব হাসপাতাল ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, দিনাজপুর প্রোগ্রাম ইউনিটের সহযোগিতায় দেউলগাঁ স্বাস্থ্য সেবা কেন্দ্রের জনঅংশগ্রহণে স্বনির্ভরতা অর্জনে সাফল্য উদযাপন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তবে এ কথা বলেন। ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খানসামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজেবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ নুরুল ইসলাম, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর দিনাজপুর প্রোগ্রাম ইউনিট ম্যানেজার মোঃ মোবারক হোসেন, ল্যাম্ব হাসপাতালের অরগানাইজেশন ডেভেলপমেন্ট এ্যাডভোকেসী ডাঃ ক্রিস পিরিংগার, ল্যাম্ব প্রশিক্ষন কেন্দ্রের পরিচালক স্মিতা হাসদাক মুন ও কোয়ালিটি ম্যানেজার ডিএসএফ খানসামা মোঃ নুরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন দেউলগাঁ স্বাস্থ্য সেবা কেন্দ্রের সভাপতি মোঃ সমসের আলী। শুভেচ্ছা বক্তব্য রাখেন দরিদ্র তহবিল কমিটির সভাপতি আলহাজ্ব খায়রুল আলম, ক্লিনিক সদস্য মোঃ জাহেদুল হক, মোঃ আব্দুল্লাহেল বাকী, উপকারভোগী শান্তি রানী রায় ও ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মোখলেছুর রহমান। সঞ্চালকের দায়িত্ব পালন করেন উম্মে কুলছুম বেবী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ল্যাম্বে’র টেকনিক্যাল কো-অর্ডিনেটর মোঃ মিজানুর রহমান। উল্লেখ্য খানসাম উপজেলার ৫নং ভাবকী ইউনিয়নের এলাকাবাসী প্রতি বাড়ী হতে ১ টাকা সংগ্রহের মাধ্যমে দেউলগাঁও স্বাস্থ্য সেবা কেন্দ্রটি ২০০০ সালে যাত্রা শুরু করে। ২০০৩ সালে নিরাপদ প্রসব কেন্দ্র খোলা হয়। ইউনিয়নবাসীর আজ সফলতা অর্জনের মাধ্যমে সেই স্বপ্ন পুরন হয়েছে। এলাকায় বর্তমানে মাতৃ ও শিশু মৃত্যুর হার শূণ্যের কোঠায় এসে পোঁচেছে।

Spread the love