শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে

মোঃ শামসুল আলম, ষ্টাফ রিপোর্টার, বোচাগঞ্জ : বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বর্তমান সরকার আগামী প্রজন্মের শিক্ষার্থীরা যাতে মাঝ পথে ঝড়েনা পড়ে সে জন্য প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে মজবুত করেছে। শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার জন্য সরকার শিক্ষা নীতি সহ বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ গ্রহন করেছে। তিনি দেশের জন সাধারনের প্রতি আহবান জানিয়ে বলেন, যারা ধর্মের নামে দেশের সম্পদ ধ্বংস ও মানুষ হত্যা করে তাদের প্রত্যাক্ষান করে জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখুন । আজ ১৪ নভেম্বর শুক্রবার সকাল ১০ টায় ৩১ লক্ষ ৮০ হাজার টাকা ব্যায়ে সেতাবগঞ্জ মুর্শিদহাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন ও দুপুর ১২ টায় ৫৬ লক্ষ ১৬ হাজার টাকা ব্যায়ে পুর্ব আটগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পুনঃ নির্মান কাজের শুভ উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খালিদ মাহমুদ চৌধুরী এমপি উপরোক্ত কথাগুলো বলেন। মুর্শিদহাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি দুলাল চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলু, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রউফ মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আফসার আলী প্রমুখ। এছাড়াও খালিদ মাহমুদ চৌধুরী এমপি বিকাল ৩ টায় জংলী পীর উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত ভবন উদ্বেধন শেষে সুধী সমাবেশে বক্তব্য রাখেন।

 

Spread the love