শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বলিভিয়ায় কার্নিভালে ৭০ জনের মৃত্যু

boliviaইন্টারন্যাশনাল ডেস্ক: বলিভিয়ায় বার্ষিক কার্নিভাল উদযাপনে অমত্মতপক্ষে ৭০ জন মানুষ প্রাণ হারিয়েছে। তাদের বেশিরভাগেরই মৃত্যু হয়েছে সড়ক দুর্ঘটনায়। তবে সহিংসতায়ও ১৫ জন মারা গেছেন।

দেশটির সরকারের বরাতে দ্য ডন এই তথ্য জানিয়েছে। ল্যাটিন আমেরিকার দেশগুলোতে চারদিনের এই উৎসবে নেচে-গেয়ে মানুষ আনন্দ উদযাপন করে থাকে। নানা ধরনের মুখোশ ও পোশাক পড়ে রাসত্মায় উল্লাস করে লাখো মানুষ।

চলতি বছরের উৎসব মঙ্গলবার শেষ হয়েছে। বলিভিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কার্লোস রোমেরো জানিয়েছেন, এই উৎসবে মৃত্যুবরণকারী ৭০ জনের মধ্যে ৩৭ জনই সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। মৃতের এই পরিসংখ্যানে ওরুরো শহরে ধাতবনির্মিত সেতু ভেঙে প্রাণ হারানো ৫ জনকে অমত্মর্ভুক্ত করা হয়নি। সেতুটির ওপর ধারণক্ষমতার অধিক মানুষ জড়ো হলে এটি ভেঙে পড়ে। এই ঘটনায় আহত হন ডজনেরও বেশি মানুষ। কার্নিভাল একটি উৎসব যা খ্রিস্টান ঐতিহ্যের দেশগুলোতে উদযাপন করা হয়।

Spread the love