শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে হবে-এমপি মনোরঞ্জন শীল গোপাল

ফজিবর রহমান বাবু ॥- জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে। আমাদের গণতন্ত্র সুদৃঢ়, মজবুত ভিত্তির ওপর দাঁড়িয়েছে। অর্থনীতির ভিত্তিও যথেষ্ট শক্তিশালী। বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে আলো জ্বলবে, প্রতিটি ঘর শিক্ষার আলোয় আলোকিত হবে সেটাই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য।

যে চেতনা, আশা ও লক্ষ্য নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে তা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বাস্তবায়ন করে বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে হবে। একসময় খাদ্য, চিকিৎসা, বাসস্থানের অভাব ছিল। আজকে বাংলাদেশের দিন বদল শুরু হয়ে গেছে। গ্রাম পর্যায় পর্যন্ত মানুষের উন্নতি হচ্ছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে উন্নীত করার প্রত্যয় পুর্নব্যক্ত করেন তিনি।

১৩ জুন বুধবার বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নে ধুলোট মেকারপাড়া, জামালপুর মন্ডলপাড়া, পূর্ব ছয়ঘাট, ভোগডোমা, সাদুল্যাপাড়া ও পশ্চিম ভোগডোমা গ্রামে ৬৭ লক্ষ টাকা ব্যয়ে ২৯০টি বাড়িতে বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এলাকার পরিচালক আইয়ুবুল ইসলাম মিন্টু এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এজিএম গোলাম রব্বানি, পাল্টাপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান, পাল্টাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. কোকিল বাবু, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার আহবায়ক মো. কামাল হোসেন, বিশিষ্ট সমাজসেবক মো. তোফাজ্জল হোসেন রাজা।

অনুষ্ঠানটি পরিচালনা করেন পাল্টাপুর ইউনিয়নের আওয়ামী লীগের নেতা মো. আশরাফুল ইসলাম।

Spread the love