শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশকে পোলিওমুক্ত দেশ ঘোষণা

Polioবাংলাদেশকে পোলিওমুক্ত দেশ ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভারতের রাজধানী দিল্লিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক কার্যালয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশের সঙ্গে বাংলাদেশকে পোলিওমুক্ত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সূত্রে এ তথ্য জানা যায়।

উল্লেখ্য, টানা তিন বছর দক্ষিণ-পূর্ব এশিয়ায় পোলিও আক্রান্তের খবর পাওয়া যায়নি। নিয়ম অনুযায়ী কোনো অঞ্চলকে পোলিওমুক্ত ঘোষণা করতে ওই অঞ্চলকে তিন বছর পোলিওমুক্ত থাকতে হবে। নিয়ম অনুযায়ী গত ৩ বছরে কোনো পোলিও রোগী পাওয়া যায়নি বলে বাংলাদেশকে পোলিও রোগমুক্ত দেশ ঘোষণা করা হয়।

Spread the love