শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বাংলাদেশের কোন মানুষ না খেয়ে থাকবে না-হুইপ ইকবালুর রহিম এমপি

সাহেব, দিনাজপুর  ॥ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি মহামারি করোনা পরিস্থিতি মোকাবেলায় সকলকে সচেতন থাকতে হবে উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দুর্যোগ মোকাবেলায় সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। দেশের অসহায় মানুষের পাশে দাড়িয়েছে। দেশের মানুষ যেন কষ্ট বুজতে না পারে সেজন্য ঘরে ঘরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে খাদ্য পৌছে দেয়া হচ্ছে। দেশে খাদ্যের কোন অভাব নাই। খাদ্য নিয়ে কেউ অনিয়ম করলে ছাড় দেয়া হবে না। তিনি বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে ঘরে থাকতে হবে। আপনারা ঘরে থাকুন। আমরা খাদ্য পৌছে দিবো। এ সময়ে মানসেবায় নিজেকে উৎস্বর্গীত করতে হবে। যতদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বাংলাদেশের কোন মানুষ না খেয়ে থাকবে না। কোন মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবে না। সে জন্য সকল প্রকার পদক্ষেপ নিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৬ এপ্রিল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দিনাজপুর শহরের পুলহাটস্থ রুপম মোড়ে ভ্যান চালকসহ অসহায় ও দরিদ্রদের মাঝে চাল, ডাল, তেলসহ খাদ্য সামগ্রী বিতরন শেষে সাংবাদিকদের এ সব কথা বলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এ সময় করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরন করেন।  এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, আওয়ামীলীগ নেতা তহিদুল ইসলাম সানু প্রমুখ।

Spread the love