শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা জিম্বাবুয়ের

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষনা করেছে জিম্বাবুয়ের ক্রিকেট । দলে নতুন মুখ ওয়েসলি মাধেবেরে। এছাড়া দলে ফিরেছেন টেস্ট অধিনায়ক সিন উইলিয়ামস, তিনাসে কামুনহুকামবে ও রিচমন্ড মুতুম্বামি।

সদ্য শেষ হওয়া অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপে ব্যাট-বল হাতে চমক দেখিয়েছেন মাধেবেরে। ব্যাট হাতে দু’টি হাফ-সেঞ্চুরির সাথে বল হাতে ৮ উইকেট শিকার করেছেন তিনি।

জাতীয় নির্বাচক প্রসপার উৎসেয়া বলেন, ‘গেল কয়েক বছরের পারফরমেসন্স বিচারে জিম্বাবুয়ে ক্রিকেটের সবচেয়ে প্রতিভাবান খেলোয়াড় মাধেবেরে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফরে এবং সর্বশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দারুন পারফরমেন্স করেছেন তিনি। দলে ডাক তার প্রাপ্য ছিলো। আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক হতে দেখাটা হবে দারুন কিছু। পর্যায়ক্রমে তরুন খেলোয়াড়দের আমরা জাতীয় দলে সুযোগ দিতে চাই চাই।’

স্ত্রীর প্রথম সন্তান জন্ম উপলক্ষ্যে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে খেলতে পারেননি উইলিয়ামস। এছাড়া টেস্টে খেলা প্রিন্স মাসভাউরি, কেভিন কাসুজা, রেগিস চাকাবা, ভিক্টর নায়ুচি, ব্রেইন মুডজিনগানইয়ামার ওয়ানডে দলে সুযোগ হয়নি।

চলতি বছরের শুরুতে অন্তর্র্বতীকালীন ভিত্তিতে ওয়ানডে দলের অধিনায়ক হন চামু চিবাবার নেতৃত্বেই বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলবে জিম্বাবুয়ে। এ সিরিজ দিয়েই অধিনায়ক হিসেবে চিবাবার আন্তর্জাতিক অভিষেক হতে যাচ্ছে।

আগামী পহেলা মার্চ থেকে শুরু হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। সবগুলো ম্যাচই হবে সিলেটে। ওয়ানডের পর দু’ম্যাচের টি-২০ সিরিজ খেলবে দু’দল। ঢাকায় ৯ ও ১১ মার্চ হবে সিরিজের দু’টি টি-২০।

জিম্বাবুয়ে দল : চামু চিবাবা (অধিনায়ক), সিকান্দার রাজা, ক্রেইগ আরভিন, তিনাসি কামুনহুকামবে, ওয়েসলি মাধরেরে, তিমিসেন মারুমা, ক্রিস্টোফার এমপফু, চার্ল মুম্বা, তিনোতেন্ডা মুতোমবদজি, রিচমন্ড মুতুম্বামি (উইকেটরক্ষক), আইনসলে এনডলোভু, ব্রেন্ডন টেলর, ডোনাল্ড তিরিপানো, চার্লটন টিসুমা ও সিন উইলিয়ামস।

Spread the love