শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বাংলাদেশের বিরুদ্ধে ওইন্ডিজের ওয়ানডে দল ঘোষণা

Playবাংলাদেশের বিরুদ্ধে ১৩ সদস্যের ওয়ানডে

দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। ওই দলে

ফিরেছেন ২ মারকুটে ব্যাটসম্যান ক্রিস

গেইল, কাইরন পোলার্ডসহ ডোয়াইন ব্রাভো

এবং কেমার রোচও। এ কারণে দল থেকে

ছিটকে পড়েছেন কাইরন পাওয়েল, মারলন

স্যামুয়েলস ও ডোয়াইন স্মিথ। নিউ

জিল্যান্ডের বিপক্ষে দেশের মাটির টেস্ট

সিরিজে ভালো করতে না পারায়

বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে

সুযোগ পাননি পাওয়েল ও স্যামুয়েলস।

আর স্মিথ বাদ পড়েন ইংল্যান্ডের বিপক্ষে

ওয়ানডে সিরিজে ভালো করতে না পারায়।

দেশের মাটিতে টাইগারদের বিরুদ্ধে ৩

ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তারা।

কাঁধের ইনজুরি কাটিয়ে দলে ফেরা ব্রাভো

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে

ওয়েস্ট ইন্ডিজ দলের নেতৃত্ব দেবেন। ২০১৪

আইপিএল মৌসুমে চেন্নাই সুপার কিংসের

হয়ে ফিল্ডিং করার সময় তিনি কাধে চোট

পান। এরপর থেকেই দলের বাইরে ছিলেন

তিনি। এদিকে পিঠের চোটের কারণে

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে

খেলতে পারেননি গেইল। তবে বাংলাদেশের

বিপক্ষে ফিরে এলেন এ উদ্বোধনী

ব্যাটসম্যানও। পোলার্ড ভুগছিলেন হাঁটুর

চোটে। আর রোচের চোট ছিল কাঁধের।

প্রসঙ্গত আগামী ১৩ অগাস্ট বুধবার ওয়েস্ট

ইন্ডিজে পৌঁছাবে বাংলাদেশ। এরপর ১৭

অগাস্ট গ্রেনাডার প্রগ্রেস পার্কে একমাত্র

ওয়ানডে প্রস্তুতি ম্যাচটি খেলবে তারা। ২০

ও ২২ অগাস্ট গ্রেনাডায় হবে প্রথম দুটি

ওয়ানডে। ২৫ অগাস্ট সেন্ট কিটসে হবে ৩য়

ও শেষ ওয়ানডে। এর আগে ২০০৯ সালে

ওয়েস্ট ইন্ডিজ থেকে ৩-০ ব্যবধানে

ওয়ানডে সিরিজ জিতে এসেছিল বাংলাদেশ

ক্রিকেট দল।

ওয়েস্টইন্ডিজেরওয়ানডেদল

ডোয়েইন ব্রাভো (অধিনায়ক), ড্যারেন

ব্রাভো, কার্ক এডওয়ার্ডস, ক্রিস গেইল,

জেসন হোল্ডার, নিকিতা মিলার, সুনিল

নারাইন, কাইরন পোলার্ড, দিনেশ রামদিন,

রবি রামপাল, ড্যারেন সামি ও লেন্ডল

সিমন্স।

 

 

Spread the love