শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে বিশ্ব হার্ট দিবস উদযাপন

মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ ২৯ সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনষ্টিটিউট ও দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের উদ্যোগে বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে বিশ্ব হার্ট দিবস উদযাপন করা হয়। বিশ্ব হার্ট দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে “ আমার হার্ট, তোমার হার্ট সুস্থ রাখতে অঙ্গীকার করি একসাথে” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সকাল সাড়ে ৯টায় জিয়া হার্ট ফাউন্ডেশন প্রাঙ্গন হতে এক বর্ণাঢ্য র‌্যালী শহর প্রদক্ষীণ করে। র‌্যালী শেষে জিয়া হার্ট ফাউন্ডেশনের হলরুমে “ আমার হার্ট, তোমার হার্ট সুস্থ রাখতে অঙ্গীকার করি একসাথে” এই প্রতিপাদ্য বিষয়ের উপর সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুস সালাম। সেমিনারে জিয়া হার্ট ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ এএইচএম শফিকুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাবেক সিভিল সার্জন ডাঃ আব্দুল করিম, সিনিয়র কনসালটেন্ট ডাঃ আব্দুল হালিম, প্রধান বক্তা সিনিয়র কনসালটেন্ট(কার্ডিওলজিষ্ট) ডাঃ মোহাম্মদ আব্দুল্লাহ আল মনজুর। অনুষ্ঠানে সৈয়দ শফিকুর রহমান পিন্টুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক একেএম আজাদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ারুল কবীর, যুগ্ন সম্পাদক আবু তাহের আবু, দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের অধ্যক্ষ মোছাঃ জেরিনা ইসলাম, জিয়া হার্ট ফাউন্ডেশনের নির্বাহী সম্পাদক সাবেক এমপি মোছাঃ রেজিনা ইসলাম, সাবেক এমপি আকতারুজ্জামান মিঞা, মোঃ আফতাব উদ্দীন মন্ডল, আলহাজ্ব আবু বক্কর সিদ্দীক,আইসিইউ ইনচার্জ ডাঃ আইয়ুব আলী প্রমুখ।

Spread the love