শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বাংলাদেশে প্রতি লাখে ২২৫জন মানুষ কোন কোনভাবে যক্ষ্মা রোগে আক্রান্ত হচ্ছে- দিনাজপুর সিভিল সার্জন

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল হুদা বলেছেন, বাংলাদেশে প্রতি লাখে ২২৫জন মানুষ কোন কোনভাবে যক্ষ্মা রোগে আক্রান্ত হচ্ছে। বাংলাদেশে বর্তমানে ৩ লক্ষ লোক এ রোগে আক্রান্ত হয় এবং ৬৫ হাজার মানুষ মারা যাচ্ছে। সারা বিশ্বে ২০১৫ সালের মধ্যে ৩ মিলিয়ন যক্ষ্মা রোগী সনাক্তকরণ, চিকিৎসা ও সুস্থ্য করে তোলার লক্ষ্য মাত্রা গ্রহণ করা হয়েছে। সামাজিক সচেতনতা বৃদ্ধি ছাড়া এ রোগ নির্মুল করা সম্ভব নয়।

‘‘যক্ষ্মার সেবা সবার তরে পৌছে দেব ঘরে ঘরে’’ এবারের এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গতকাল ২৪ মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে সিভিল সার্জন কার্যালয় দিনাজপুর আয়োজিত এবং ব্র্যাক ও নাটাব দিনাজপুর জেলা শাখার সহযোগিতায় বর্ণাঢ্য র‌্যালীর উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা গুলো বলেন। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দিনাজপুর সদর হাসপাতাল হলরুমে গিয়ে শেষ হয় এবং আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ মাসতুরা বেগম। স্বাগত বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্র্যাক জেলা প্রতিনিধি মোঃ মহসিন আলী, নাটাব দিনাজপুর জেলা শাখার সদস্য আব্দুল হামিদ, মোঃ শাহজাহান চৌধুরী, ব্র্যাক জেলা ব্যবস্থাপক দিনাজপুরের মাহফুজার রহমান, ফিরোজ শাহ মিয়া, উপজেলা ম্যানেজার মোঃ রেজাউল করিম  ও নাটাব আঞ্চলিক প্রতিনিধি (দিনাজপুর অঞ্চল) কাওসার উদ্দিন। সভা পরিচালনা করেন সির্ভিল সার্জন অফিসের পিও আব্দুর রাজ্জাক।

Spread the love