শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ এখন স্থিতিশীল, মেয়াদ শেষে সংলাপ : রাষ্ট্রপতি

Presidentরাষ্ট্রপতি আবদুল হামিদ জাতিসংঘ মহাসচিব বান

কি-মুনকে বলেছেন, বাংলাদেশের পরিস্থিতি

বর্তমানে বিশেষ করে নির্বাচনের পর থেকে খুবই

স্থিতিশীল। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে

জাতিসংঘ সদর দফতরে বান কি-মুনের সঙ্গে এক

বৈঠকে তিনি বলেন, জনগণ নির্বাচনের ফলাফল

মেনে নিয়েছে এবং তারা এক উন্নত ভবিষ্যৎ

বিনির্মাণের প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে। বর্তমানে

সাধারণ মানুষের মাঝে স্বস্তির মনোভাব বিরাজ

করছে এবং বিশৃঙ্খলা ও অস্থিশিলীতায় তাদের

সামান্যতম আগ্রহ নেই। বৈঠক শেষে রাষ্ট্রপতির

প্রেস সচিব ইহসানুল করিম রাষ্ট্রপতিকে উদ্ধৃত করে

সাংবাদদিকদের একথা জানান। বৈঠকে বাংলাদেশ

ও জাতিসংঘ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এ সময় সংলাপ প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, সংলাপের

ব্যাপারে সরকারের কোন কার্পণ্য নেই; তবে তা

হবে বর্তমান সরকারের মেয়াদ শেষে।

বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিসহ

নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে

জানিয়েছেন জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও

স্থায়ী প্রতিনিধি আব্দুল মোমেন। সংলাপের বিষয়ে

বর্তমান সরকারের অবস্থান পরিষ্কার করে

রাষ্ট্রপতি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা জোরদার

করতে যে কোন বিষয়ের নিষ্পত্তির প্রধান অবলম্বন

হচ্ছে সংলাপ। সংলাপের ব্যাপারে সরকারের কোন

কার্পণ্য নেই। তবে কেউ যদি নির্বাচন বর্জন করে

তাহলে সংলাপ হবে কীভাবে? জাতিসংঘ

মহাসচিবও রাষ্ট্রপতির সঙ্গে এ বিষয়ে সহমত

প্রকাশ করেছেন বলে জানান আব্দুল মোমেন।

জাতিসংঘ মহাসচিব বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায়

বর্জনটা কোনমতেই গ্রণযোগ্য নয়। কারণ

নির্বাচনই হচ্ছে সরকার পরিবর্তনের একমাত্র

উপায়। এ সময় রাষ্ট্রপতি মহাসচিবকে বলেন,

মেয়াদ শেষ হলেই বাংলাদেশের সকল গণতান্ত্রিক

দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই

নির্বাচনের বিস্তারিত প্রক্রিয়া নিয়ে সরকার যে

কোন ব্যক্তি বা দলের সঙ্গে সংলাপে রাজি আছে।

রাষ্ট্রপতি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে

সবচেয়ে বেশি সৈন্য প্রেরণকারী দেশ হিসেবে

বাংলাদেশ এই মিশনের কমান্ড পদে প্রতিনিধিত্ব

আশা করে। তিনি বলেন, শন্তিরক্ষার কাজ

আমাদের অবদান ও অঙ্গীকারের নিরিখে আমরা

আশা করি যে, বাংলাদেশ সদর দফতরগুলোতে

বেসামরিক এবং সামরিক উভয় ক্ষেত্রে মাঠ ও

সিনিয়র স্টাফ পর্যায়ে কমান্ড পদে অধিকতর ভাল

অবস্থানে থাকবে।

বাংলাদেশ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায়

অঙ্গীকারবদ্ধ এবং এ প্রসঙ্গে ৪৮ ঘণ্টার মধ্যে

অতিরিক্ত শান্তিরক্ষী প্রস্তুত ও মোতায়েনে বান

কি-মুনের আহ্বানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাড়া

দেয়ার কথা স্মরণ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন,

তার দেশের উন্নয়নে জাতিসংঘ মহাসচিবের

অবিচ্ছিন্ন মনোযোগকে বাংলাদেশ গুরুত্বের সঙ্গে

মূল্যায়ন করে। এ সময় বান কি-মুন বিভিন্ন ক্ষেত্রে

বিশেষ করে দারিদ্র্য হ্রাস, প্রজনন স্বাস্থ্যসেবা

ব্যবস্থা ও দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের

উন্নতির প্রশংসা করেন।

জাতিসংঘে শিগগিরই অনুষ্ঠেয় জলবায়ু সম্মেলনের

আয়োজক জাতিসংঘ মহাসচিব বিভিন্ন

আন্তর্জাতিক ফোরামে জলবায়ু পরিবর্তনের বিরূপ

প্রভাবের বিরুদ্ধে বাংলাদেশের নেতৃস্থানীয়

ভূমিকার প্রশংসা করেন। তিনি দুর্যোগ

ব্যবস্থাপনায়ও বাংলাদেশের ব্যাপক সাফল্যের

ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে রাষ্ট্রপতি কার্যালয়ের

সিনিয়র সচিব শেখ আলতাফ আলী, জাতিসংঘে

বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল

মোমেন, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর

জেনারেল আবুল হোসেইন এবং প্রেস সচিব

ইহসানুল করিম এবং জাতিসংঘের পক্ষে

জাতিসংঘের আন্ডার সেক্রেটারী জেনারেল

আমেরাহ হক জাতিসংঘ সচিবালয়ের ঊর্ধ্বতন

কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে বাংলাদেশ বংশোদ্ভূত জাতিসংঘের আন্ডার

সেক্রেটারী জেনারেল আমিরাহ হক রাষ্ট্রপতির সঙ্গে

তার হোটেল সাক্ষাৎ করেন। বৈঠকে তিনি দ্বপক্ষীয়

ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।

বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশী নীল

হেলমেটধারীদের (সেনাবাহিনী) প্রশংসা করেন।

 

 

 

 

 

Spread the love