শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ কান্ট্রি গেমস এসোসিয়েশন-দিনাজপুরে কমিটি গঠন

দিনাজপুর প্রতিনিধি  ॥ আবহমান বাংলার গ্রামীণ খেলাধুলার ঐতিহ্যকে নতুন করে জাগিয়ে তুলতে চ্যানেল আই’য়ের স্টাফ রিপোর্টার শাহ্ আলম শাহী’কে আহবায়ক এবং ক্রীড়া সংগঠক ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার মো.মিজানুর রহমান পাটোয়ারী বাবু’কে সদস্য সচিব করে দিনাজপুরে গঠিত হয়েছে, বাংলাদেশ কান্ট্রি গেমস এসোসিয়েশন।

গ্রামীণ খেলাধুলার প্রসার ঘটানো এবং তরুন সম্প্রদায়কে নেতিবাচক পথ থেকে ফিরিয়ে আনার প্রত্যয়ে দিনাজপুর শহরের একটি(চিলিস)চাইনিজ রেস্তোরায় বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় বাংলাদেশ কান্ট্রি গেমস এসোসিয়েশন-দিনাজপুর জেলা শাখার ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। চ্যানেল আই’য়ের স্টাফ রিপোর্টার শাহ্ আলম শাহী আহবায়ক এবং দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও জাতীয় ক্রিকেট “এ” দলের সাবেক উইকেট কিপার এবং ব্যাটসম্যান মো.মিজানুর রহমান পাটোয়ারী বাবু সদস্য সচিব ছাড়াও কমিটি’র অন্যান্য সদস্যরা হলেন, বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরাস এসোসিয়েশন-দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ আজাদুর রহমান বিপু,বিশিষ্ট ধারা ভাষ্যকার এস.এম.রফিক,জাতীয় ভলিবল দলের ম্যানেজার ও জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য সমীরণ ঘোষ,জাতীয় মহিলা সংস্থা-দিনাজপুরের চেয়ারম্যান ও মহিলা ক্রীড়া সংস্থা-দিনাজপুর জেলা শাখার সাবেক  সাধারণ সম্পাদক তারিকুন বেগম লাবুন, দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ও রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য আবু ইবনে রজব, ক্রীড়া প্রশিক্ষক ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক মহিলা ভলিবল খেলোয়াড় রওশন আরা ছবি, ক্রীড়া ও বীমা সংগঠক মিনারুল ইসলাম মিনার, শিক্ষক ও কাবাডি প্রশিক্ষক ও.এফ.এম.মোরশেদ উল আলম এবং হামরা দিনাজপুরিয়া’র সভাপতি ও গ্রামীণ খেলা সংগঠক মো.আব্দুল কুদ্দুস সরকার।

বাংলাদেশ সরকারের ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ক্রীড়া পরিষদের স্বীকৃতিপ্রাপ্ত বাংলাদেশ কান্ট্রি গেমস এসোসিয়েশন-দিনাজপুর জেলা শাখা আহবায়ক কমিটি’র উপদেষ্টা হিসেবে রয়েছেন,দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি ও ক্রীড়া সংগঠক স্বরুপ বকসী বাচ্চু,বাংলাদেশ হকি ফেডারেশনের নির্বাহী সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোসাদ্দেক হোসেন চৌধূরী পাপ্পু,দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দিনাজপুর ফুটবল এসোসিয়েশন সভাপতি গোলাম নবী দুলাল, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও পৃষ্টপোষক বিশ্বজিত ঘোষ কাঞ্চন,মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সঙ্গীত শিল্পী ডাঃ আইএফএম শহীদুল ইসলাম খান, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি  ডা মো.ইলিয়াস আলী  খান এডিন এবং দিনাজপুর জেলা দোকান মালিক-ব্যবসায়ী সমিতি’র প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক ও সংগঠক আলহাজ্ব জহির শাহ্।

Spread the love