শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ দলের নতুন ব্যাটিং পরামর্শক ম্যাকেঞ্জি

তামিম-সাকিবদের ব্যাটিং কোচের জায়গাটা এক বছরেরও বেশি সময় ফাঁকা। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে গত কিছুদিন উচ্চারিত হওয়া নামটাই যুক্ত হল বাংলাদেশ দলের সঙ্গে। টাইগার জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে সাউথ আফ্রিকান নিল ম্যাকেঞ্জিকে নিয়োগ দিয়েছে বিসিবি।

শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপ পর্যন্ত লাল-সবুজ দলের সঙ্গে কাজ করবেন ৪২ বছর বয়সী প্রোটিয়া তারকা ম্যাকেঞ্জি।

ম্যাকেঞ্জি ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকা বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন ওয়ানডে সিরিজের সময়ই। ২৪ তারিখ গায়ানায় দায়িত্ব বুঝে নেবেন তিনি।

প্রোটিয়াদের হয়ে ৬৮ টেস্ট, ৬৪ ওয়ানডে ও দুটি টি-টুয়েন্টি খেলা ম্যাকেঞ্জি ২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন। সাউথ আফ্রিকা দলের খণ্ডকালীন ব্যাটিং পরামর্শক হিসেবে দুদফা কাজ করার অভিজ্ঞতা আছে তার।

গত বছরের জুলাইয়ে সাবেক ব্যাটিং পরামর্শক থিলান সামারাবীরার সঙ্গে মেয়াদ শেষ হলে নতুন করে চুক্তি করেনি বিসিবি। এক বছর ধরে ব্যাটিং কোচ ছাড়া দেশ-বিদেশে খেলছে বাংলাদেশ।

Spread the love