শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৩৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি: ‘‘প্রজনন স্বাস্থ্য অধিকার সংরক্ষণে এফপিএবি’’ এই শে­াগানকে সামনে রেখে গতকাল শনিবার এ্যাড. এম ফয়জুর রহমান মিলনায়তনে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) দিনাজপুর শাখার ৩৬তম বার্ষিক সাধারণ সভা ২০১৩ অনুষ্ঠিত হয়। এফপিএবি দিনাজপুর শাখার সভাপতি এ্যাড. নিলুফার রহিমের সভাপতিত্বে বার্ষিক প্রতিবেদন পাঠ করেন ও স্বাগত বক্তব্য রাখেন অবৈতনিক সাধারণ সম্পাদক এম. নুর-উল-ইসলাম। আয়-ব্যয়ের প্রতিবেদন পাঠ করেন সাবেক অবৈতনিক কোষাধ্যক্ষ এ্যাড. নুরুল ইসলাম। শোক প্রস্তাব পাঠ করেন অবৈতনিক সাধারণ সম্পাদক একেএম মেহেরুল­াহ বাদল। শুভেচ্ছা বক্তব্য রাখেন এফপিএবি’র এ্যামরিটাস প্রেসিডেন্ট আব্দুস সামাদ, এফপিএবি’র সাবেক অবৈতনিক কোষাধ্যক্ষ বিমল কুমার দেব ও এফপিএবি’র জেলা কর্মকর্তা তাজউদ্দিন মন্ডল। প্রতিবেদন দুটির উপর মুক্ত আলোচনা করেন আজীবন সদস্য মিজানুর রহমান, আখতার উদ্দিন আহমেদ, ডা. লুৎফর রহমান, মাহমুদা বেগম, মোঃ আমিরুল ইসলাম ও রনজিৎ কুমার সিংহ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন আজীবন সদস্য ডাঃ রমিম ইসলাম। সর্বসম্মতিক্রমে কণ্ঠ ভোটে প্রতিবেদন দুটি অনুমোদন দেয় উপস্থিত সদস্যবৃন্দ। বার্ষিক প্রতিবেদনে সাধারণ সম্পাদক এম. নুর-উল- ইসলাম বলেন, এফপিএবি দেশের একটি প্রাচীনতম অরাজনৈতিক, অলাভজনক এবং স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান। এদেশের অসহায় মা ও শিশুর জীবন এবং স্বাস্থ্য রক্ষায় কাজ করে যাচ্ছে। এফপিএবি দিনাজপুর শাখা ইতিমধ্যে মা ও শিশু মৃত্যুহার হ্রাস কল্পে মাত্র ৫শ টাকায় ডেলিভারী কার্যক্রম শুরু করেছে এবং সেই সাথে বিনামূল্যে ওষুধ সরবরাহ করছে। এছাড়া অতিসূলভে নিরাপদ মাতৃত্ব ও নবজাত শিশুর সেবা নিশ্চিতকরনসহ যৌন প্রজনন, স্বাস্থ্য সেবার মানসম্মত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

Spread the love