মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার একাদশ জেলা সম্মেলন অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি ॥ “সকল পেশার নারীকে যুক্ত করি -শক্তিশালী নারী আন্দোলন গড়ে তুলি” এই শ্লোগানকে সামনে রেখে অসাম্প্রদায়িক চেতনার নারী-পুরুষের সমতাপূর্ন রাষ্ট্র গড়ে তোলার  অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার একাদশ জেলা সম্মেলন।

আজ শুক্রবার বেলা ১১টায় দিনাজপুর শিল্পকলা একাডেমি চত্বরে আয়োজিত জেলা সম্মেলনে জাতীয় পতাকা উত্তোলন করেন জাতীয় পুরস্কার প্রাপ্ত দিনাজপুরের নাট্য ব্যক্তিত্ব কাজী বোরহান এবং সাংগঠনিক পতাকা উত্তোলন করেন মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি কানিজ রহমান।

সম্মেলন উদ্বোধন করেন সম্মানিত অতিথি দিনাজপুর এম, আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কান্তা রায় রিমি। সম্মেলন উদ্বোধন শেষে একটি র‌্যালী শহরের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিন করে শিল্পকলা একাডেমি চত্বরে এসে শেষ হয়। র‌্যালীর নেতৃত্ব দেন মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক ড. মারুফা বেগম।

র‌্যালী শেষে অনুষ্ঠিত হয় উদীচীর পরিচালনায় নৃত্যানুষ্ঠান। সম্মেলনে মহিলা পরিষদের বিভিন্ন উপজেলার প্রতিনিধিরা অংশ নেন।

Spread the love