শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বাংলা নববর্ষ

বিশ্বের প্রায় প্রতিটি দেশেই নতুন বছর বা নববর্ষকে আনন্দ উত্সবের মধ্যদিয়ে বরণ করা হয়ে থাকে৷ পশ্চিমা বিশ্বে পহেলা জানুয়ারীকে ’’হ্যাপি নিউইয়ার” হিসেবে ; ইহুদীরে নববর্ষ ” রাশ হাসানা নামে; ইরানীদের নববর্ষ ”নওরোজ” নামে পরিচিত৷ মুঘলরা উপমহাদেশেও ”নওরোজ উত্সব” এর প্রচলন করেছিলেন৷ ভিয়েতনামে ” তেত” নামে পালিত হয় নববর্ষ আর আমাদের বাংলাদেশে নববর্ষ পালিত হয় বাংলা বছরের প্রথম দিন পহেলা বৈশাখ তারিখে৷

এদেশে মুলতঃ কৃষিকাজের উপর ভিত্তিকরে নতুন বছর পালন করা হয়ে থাকে-প্রথম দিকে চন্দ্রকলা বা চাঁদের উপর ভিদ্দি করে গণনা করা হলেও পরবর্তীতে ফসল বোনা ও ফসল কাটা তথা কৃষি কাজের উপর ভিত্তি করে চাঁদ ও সুর্য তথা ”চান্দ্র-সৌর বছর” ভিত্তিক সন গণনা শুরু করা হয়৷ কৃষি কাজ যেহেতু একটি ঋতু ভিত্তিক মানববিজ্ঞান তাই ঋতুর পরিবর্তনের উপর ভিত্তি করে এদেশে পালিত হতে থাকে নববর্ষ৷ বাংলা নববর্ষের মুল অনূষঙ্গ হল আপামর বাঙ্গালী জনগণের সম্মিলিত ভাবে স্বতস্ফুতার সাথে আনন্দ উত্সব উদ্‌যাপন করা৷

বাংলা নববর্ষ তথা পহেলা বৈশাখ উদ্‌যাপনকে কেন্দ্র করে এদেশের ধর্মবর্ণ-গোত্র নির্বিশেষে সকলে নির্মল আনন্দে শরীক হন-দেশাত্ববোধে উজ্জীবিত হয়ে বাঙ্গালীয়ানার প্রয়োগ ঘটান সমবেত ভাবে ৷ এটি একটি সার্বজনীন উত্সব, যা সমগ্র বঙালী জাতিকে ঐক্যবদ্ধ করেছে৷

মুঘল সম্রাট আকবরের সময়ে তথা ১৫৮৫ সালের ১৫ মার্চ তারিখে বাংলা সনের প্রবর্তন করা হলেও তা কার্যকর হয় ১৬ মার্চ , ১৫৫৬ তারিখ হতে অর্থ্যাত্ আকবরের সিংহাসরে আরোহনের সময় থেকে৷ সম্রাট আকবর হিজরী চান্দ্রসন ও বাংলা স্যেরবর্ষকে ভিত্তি করে বাংলা সনের প্রবর্তন করেন – যা পরবর্তীতে বহুধা বিভক্ত বাঙালী সমাজকে দিয়েছে জাতীয় চেতনয় উজ্জীবিত হয়ে বহিঃশত্রুর সঙ্গে লড়াই করার অমোঘ শক্তি৷ ১৯৬০এর দশকে পাকিস্তানী সামরিক শাসক আইয়ুব খানের শাসনামলে ”ছায়ানট” এর আয়োজনে রমনার বটমুলে পহেলা বৈশাখে অনুষ্ঠিত রবীন্দ্র সঙ্গীত চর্চাসহ বাঙালী সংস্কৃতি চর্চার যে চ্বার উন্মোচিত হয়েছিল –কালক্রমে তা পাকিস্তানী হানাদারদের বিরুদ্ধে সমগ্র জাতিকে একতাবদ্ধ হয়ে লড়াই করার প্রেরনা জুগিয়েছে-এভাবে পহেলা বৈশাক তথা বাংলা নববষর্ হয়ে উঠেছে বাংলাদেশী বাঙালীদের প্রাণের উত্স-আমাদের গৌরবময় ও স্বাধীনতা সংগ্রাম/মহান মুক্তিযুদ্ধের প্রেরণা শক্তি৷

এদিনে ব্যবসায়ীদের লাল রঙের খেরো খাতায় বকেয়া আদায় ও মিষ্টি মুখ করনের মাধ্যমে হালখাতা পালন ; নববর্ষের মেলা আয়োজন-দলবদ্ধভাবে শিশু, কিশোর-কিশোরী,যবক-যুবতী তথা বয়স নির্বিশেষে অপার আনন্দে উদ্বেলিত হওয়ার বহুকাংখিত উপলক্ষ্য৷

স্বমহিমায় টিকে থাকুক পহেলা বৈশাখ- –বাংল নববর্ষে নিস্কুলুষ আনন্দ উত্সব আর একটি সর্বাঙ্গীন সুন্দর ও অসাম্প্রদায়িক কল্যানময় রাষ্ট্রে পরিনত হোক আমাদের এই জন্মভুমি- এ মাহেন্দ্রক্ষণে এই আমার কামনা ৷

সকলের মঙ্গল কামনা করে সবাইকে জানাই নববর্ষের আন্তবিক শুভেচ্ছা৷

লেখক -মোঃ হাসান মারুফ,

উপসচিব

Spread the love