বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাজেট নিয়ে অর্থমন্ত্রীর সাথে বৈঠক করবে ১৪ দল

54708প্রস্তাবিত বাজেট নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সাথে বৈঠক করবেন কেন্দ্রীয় ১৪ দলের নেতৃবৃন্দ। আগামী ১৮ জুন বুধবার বিকেল ৪টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক পরবর্তী সংবাদ সন্মেলনে আওয়ামী লীগের সভাপতিমন্ডীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এ কথা জানান।
মোহাম্মদ নাসিম বলেন, যেহেতু এখন বাজেট পাশ হয়নি। তাই ১৪ দলের অনেক শরীক আছে যাদের দলের কোন সংসদ সদস্য নেই। তাই বাজেটের বিষয়ে যদি তাদের কোন বক্তব্য বা কোন পরামর্শ থাকে তাহলে সে বৈঠকে নেতৃবৃন্দ অর্থমন্ত্রীর কাছে তুলে ধরতে পারবেন। তিনি বলেন, আমরা চাই সবাই মিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, কেউ কেউ এ বাজেটকে উচ্চাভিলাষী ও স্বপ্নবিলাসী বলেছেন। স্বপ্ন দেখা তো আমাদের কাজ। যে মানুষ স্বপ্ন দেখতে পারে না, সে মানুষ হতে পারে না। ২০১৩-১৪ অর্থ বছরের বাজেট ঘোষণার পরও একই কথা বলা হয়েছিল। কিন্তু আমরা শত প্রতিকূলতার পরও বাজেট বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি।

Spread the love