মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে নতুন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ‌’তীরনই কম্পিউটার এডুকেশন’ নামে একটি নতুন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

রবিবার সন্ধ্যায় বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ মার্কেটের ২য় তলায় এ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে লোলপুকুর ডিএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইউসুফ আলী, স্থানীয় সাংবাদিক মশিউর রহমান, আব্দুল আওয়াল, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি এনএম নুরুল ইসলামসহ স্থানীয়রা ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

তীরনই কম্পিউটার এডুকেশনের পরিচালক আল মামুন জীবন বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ ও আত্মনির্ভরশীলতা অর্জনের লক্ষ্যে আন্তর্জাতিক চাহিদা অনুসারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের শিক্ষিত বেকার যুবক, ছাত্র-ছাত্রী ও চাকুরীজীবিদের কারিগরী দক্ষতা ও স্বাবলম্বী করে গড়ে তোলার উদ্দেশ্যে যুগোপযোগী কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। আমাদের রয়েছে পর্যাপ্ত আধুনিক কম্পিউটার, দক্ষ প্রশিক্ষক ও সর্বোত্তম সেবা।

আমরা চেষ্টা করবো গরীব মেধাবী শিক্ষার্থীদের বিনামূল্যে প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি সহযোগিতা করার।

পরিশেষে এলাকার কম্পিউটার প্রশিক্ষণে ইচ্ছুক শিক্ষার্থীদের তীরনই কম্পিউটার এডুকেশনে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান তিনি।

Spread the love