শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাল্যবিয়ের অভিযোগে আটক

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম পৌর গার্লস স্কুলের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে বাল্যবিয়ে দিতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন কনের বাবা বাবুল হোসেন ও খালু আব্দার রহমান। 

পরে ওই দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ওই আদালতের বিচারক ইউএনও মশিউর রহমান তাদেরকে ছয় মাসের করে কারাদণ্ড দেন। 

সোমবার ভোরে পাটগ্রাম পৌরসভা’র ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন্ত বলেন, ওই এলাকায় একটি বাল্যবিয়ে হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তি আমি একদল পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে হাজির হই।

এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে সবাই পালিয়ে গেলেও কনের বাবা বাবুল হোসেন ও খালু আব্দার রহমানকে আটক করা হয়। খবর পেয়ে পাটগ্রামের ইউএনও মশিউর রহমানও বিয়ে বাড়িতে হাজির হয়।

পরে তাদের ইউএনও’র ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। পরে ওই আদালতের বিচারক মশিউর রহমান বাল্যবিয়ের দায়ে কনের বাবা ও খালুকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। সাজাপ্রাপ্তদের সোমবার দুপুরে লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে।

Spread the love