মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাল্য বিবাহ প্রতিরোধ করতে না পারলে আগামীতে জাতি বিশাল হুমকির মধ্যে পড়ে যাবে-দিনাজপুর সদর উপজেলা চেয়ারম্যান

দিনাজপুর প্রতিনিধি :দিনাজপুর সদর উপজেলা চেয়ারম্যান মোঃ ফরিদুল ইসলাম বলেছেন, শিশুর বিকাশ ঘটাতে পারলে আমাদের সমাজে শিশুদের অধিকার বাস্তবায়ন করা সম্ভব হবে। পাশাপাশি বাল্য বিবাহ বৃদ্ধির কারনে আমাদের দেশে মাতৃমৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে। তাই বাল্য বিবাহ বন্ধের ব্যাপারে সকলকে সচেতন হতে হবে।

গতকাল বুধবার উপজেলা হলরুমে উপজেলার কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এডিপি আয়োজিত শিশু অধিকার ও বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক গোল টেবিল বৈঠকে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এডিপি ম্যানেজার রোলেন্ড গোমেজ। শুভেচ্ছা বক্তব্য ও প্রকল্পের চলমান কার্যক্রম তুলে বক্তব্য রাখেন প্রকল্প ম্যানেজার পরিমল হেম্রম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান হাসমিন লুনা। সার্বিক তত্তাবধানে ছিলেন প্রজেক্ট ম্যানেজার (শিক্ষা) মিঃ ডায়মন্ড জেসপার ঘ্রাগা। সঞ্চালকের দায়িত্ব পালন করেন মিঃ রতন দাস।

 

Spread the love