শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাল্য বিবাহ, যৌন হয়রানী ও মাদকের বিরুদ্ধে এমবিএসকে’র ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ বহুমুখী শিক্ষা কেন্দ্র (এমবিএসকে)’র আয়োজনে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন-ঢাকা’র সহযোগিতায় সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচীর আওতায় দিনাজপুর সদর উপজেলার ৫নং শশরা ইউপির পরজপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে যুব সমাজকে সচেতন করতে বাল্য বিবাহ, যৌন হয়রানী ও মাদকের বিরুদ্ধে এমবিএসকে’র ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
২৪ মে বৃহস্পতিবার ব্যতিক্রমধর্মী ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন ৫নং শশরা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপত্বি করেন সমৃদ্ধি প্রকল্পের সমন্বয়কারী মোঃ এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুল কাদের, পরজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ারুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা কফিল উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আজাহার আলী। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউপি সদস্যা শাহিনুর বানু, শাহনেওয়াজ পারভীন, ক্রীড়া শিক্ষক বিনয় কুমার রায় ও শ্যামল রায়। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রোগ্রাম অফিসার উপেন্দ্র নাথ রায়। উক্ত ক্রিকেট টুর্নামেন্টে পরজপুর উচ্চ বিদ্যালয়, গোদাগাড়ী উচ্চ বিদ্যালয়, শশরা উচ্চ বিদ্যালয়, কাশিমপুর উচ্চ বিদ্যালয়ের মোট ৬০ জন খেলোয়াড় অংশগ্রহণ করে। তারা ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনের সময় বাল্য বিবাহ , যৌন হয়রানী, ও মাদকের বিরুদ্ধে শপথ গ্রহণ করে এবং তা প্রতিরোধে স্বোচ্চার প্রতিবাদ করবে বলে জানায়। প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম বলেন, দিনাজপুরের চারপাশে ভারতীয় সীমান্ত থাকার কারণে এখানকার যুব শক্তিরা মাদকে আসক্ত হচ্ছে। তাদেরকে খেলাধূলাসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডে সম্পৃক্ত করতে পারলে তারা মাদক থেকে দূরে সরে থাকবে।

Spread the love