মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসলে দেশে জঙ্গীবাদের উত্থান হয়-এমপি গোপাল

 

ফজিবর রহমান বাবু, িদনাজপুর প্রতিনিধি : দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেন, বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাস, ৈনরাজ্য ও নাশকতা মাধ্যমে দেশে জঙ্গীবাদের রাজত্ব কায়েম করার অপচেষ্টায় লিপ্ত ছিল৷ বর্তমান সরকার জনগণকে সাথে নিয়ে তাদের অপচেষ্টা প্রতিহত করেছে বলেই দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ৷ দেশের খাদ্য শস্য বিদেশে রপ্তানী হচ্ছে৷ যখনই জননেত্রী শেখ হাসিনার সরকার গঠন হলে দেশের উন্নয়ন হয়৷ বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসলে জঙ্গীবাদের উত্থান হয়৷

বুধবার বিকেল ৫টায় উপজেলার বীরগঞ্জ খাদ্য গুদাম কার্যালয়ে সরাসরি কৃষককের নিকট থেকে গম সংগ্রহ অভিযান আনুষ্ঠানিক উদ্বোধন কালে তিনি একথা বলেন৷

তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার কৃষক বান্ধব সরকার৷ এ সরকার কৃষকদের উন্নয়নে কাজ করে যাচ্ছে৷ কৃষদের ভর্তুকি দেওয়ারসহ সহজ কৃষি ঋণ পদ্ধতি চালু করে কৃষি ক্ষেত্রে বিপ্লব অর্জিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বের কারণে৷

এ সময় প্রতি কেজি গম ২৮ টাকা দরে ১ মেট্টিক টন করে ৫জন কৃষকের নিকট হতে মোট ৫ মেট্টিক টন গম ক্রয় করেন৷

বীরগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রন অফিসের আয়োজনে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আব্দুল মতিন মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার রাসেল মনজুর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ জাকারিয়া জাকা, সিনিয়র উপজেলা কৃষিকর্ম কর্তা ডঃ মোঃ আবুল কালাম আজাদ,খাদ্য নিয়ন্ত্রক মোঃ আব্দুল মতিন মিঞা, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল কাইয়ুম, চাল কল মালিক গ্রুপের সাধারন সম্পাদক মোঃ আমজাদ হোসেন, চাউল কল মালিক গ্রুপের সদস্য ও আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মকসেদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গোলাম আজম কাজল, খাদ্য সংগ্রহ কমিটির সদস্য ইয়াছিন আলী, বিশিষ্ট ব্যবসায়ী সফিকুল ইসলাম, সাইদুল ইসলাম, মোঃ মকসেদ, প্রমুখ৷

খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল কাইয়ুম জানান, উপজেলার বীরগঞ্জ খাদ্য গুদাম প্রতি কেজি ২৮ টাকা দরে ১৫শত মেট্টিক টন গম ক্রয় করা হবে৷ এর মধ্যে বীরগঞ্জ খাদ্যগুদামের আওতায় ৯০০ এবং কবিরাজ হাট খাদ্যগুদামের আওতায় ৬০০ মেট্রিক টন গম প্রকৃত কৃষকের নিকট হতে নগদ মুল্যে সরকারী ভাবে ক্রয় করার সরকারী সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে৷

Spread the love