বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএসইসি ভবনের আগুন।পৌনে দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি) ভবনের শুক্রবার দুপুর পৌনে ১২টার ভবনটিতে আগুন লাগে।

সংবাদ পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট অংশ নেয়।

 

দুপুর দেড়টার দিকে প্রায় পৌনে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে কারওয়ান বাজারের বিএসইসি ভবনের আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট ।

ফায়ার সার্ভিসের অপারেশন ডিরেক্টর মেজর মাহবুবর রহমান আগুন নিয়ন্ত্রণের সত্যতা নিশ্চিত করেছেন।

 

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান বলেছেন, ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের কর্মীরা চেষ্টার ফলে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ভবনটির ১১ তলার আমার দেশ পত্রিকার অফিস থেকে আগুনের সূত্রপাত হয়।

Spread the love