শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএসডিএ এডুকেশন একাডেমি’র বিভিন্ন শ্রেণির ভর্তি পরীক্ষার কার্যক্রম সম্পন্ন

মোঃ নুর ইসলাম ॥ দিনাজপুর সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের মহরমপুরে মানসম্পন্ন শিক্ষা সম্প্রসারনের লক্ষ্যে ১৯ জানুয়ারী শুক্রবার বিএসডিএ এডুকেশন একাডেমী (স্কুল) নামে একটি মানসম্মত শিক্ষা বাস্তবায়ন ও গবেষনা প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণিতে ভর্তির কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে শিশু শ্রেণি থেকে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়, এ সকল ভর্তি পরীক্ষার কার্যক্রম পরিদর্শন করেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ ফরিদুল ইসলাম, বিএসডিএর’র নির্বাহী পরিচালক ড. মোঃ আব্দুস ছালাম, এ্যাডমিনিসট্রেটিভ ম্যানেজার ধর্ম নারায়ন বিশ্বাসসহ অন্যান্য কর্মকর্তা ও স্কুলের শিক্ষকবৃন্দ।

উল্লেখ্য, বাংলাদেশ সোস্যাল ডেভেলপমেন্ট একাডেমী (বিএসডিএ) একটি শিক্ষা ও উন্নয়নমূলক সংস্থা। সংস্থাটি ১৯৯৬ সাল থেকে সরকারি ও বেসরকারি দাতার সহযোগিতায় শিক্ষা ও বিভিন্ন প্রকার উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। গত ২০০২ সাল হতে ব্র্যাক-ইএসপি’র সহযোগিতায় শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন করছে। বর্তমানে রংপুর বিভাগের ৬টি জেলায় এবং রাজশাহী বিভাগের বগুড়া জেলাসহ মোট ৭টি জেলা উপানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা কর্মসূচী নিয়ে কাজ করছে। ইতোপূর্বে বিএসডিএ’র ৫ম শ্রেণীর উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়গুলোর পিইসি’র ফলাফল জেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ে অনেক এগিয়ে রয়েছে। বর্তমানে মাধ্যমিক পর্যায়ে মানসম্মত শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে বিএসডিএ‘র এডুকেশন একাডেমী প্রতিষ্ঠা করা হলো। রামসাগর রোডস্থ মনোরম পরিবেশে নর্দান এগ্রো সার্ভিসেস লিঃ-এর দ্বিতীয় তলায় চালুকৃত এ প্রতিষ্ঠানে প্লে থেকে নবম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হবে।

Spread the love