শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিজয় দিবস উপলক্ষে খানসামা উপজেলায় সুজন সভা’র বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ নুর ইসলাম ॥ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন দিবস উপলক্ষে ১৫ ডিসেম্বর শুক্রবার সকালে খানসামার পাকের হাটে সুজন সভা(একটি সাংস্কৃতিক সংগঠন)’র আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার মধ্যে চিত্রাংকন, ছড়া/কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা ৩টি বিভাগে অনুষ্ঠিত হয়েছে। ‘ক’ বিভাগ ১ম শ্রেণি থেকে ২য় শ্রেণি, ‘খ’ বিভাগ ৩য় শ্রেণি থেকে ৫ম শ্রেণি এবং ‘গ’ বিভাগ ৬ষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত। প্রতিযোগিতা শেষে অভিজ্ঞ বিচারক মন্ডলীর মাধ্যমে বিচার কাজ সম্পন্ন করে প্রতিযোগিদের উপস্থিতিতে ফলাফল প্রদান করা হয়। চিত্রাংকন প্রতিযোগিতা বিচারকের দায়িত্ব পালন করেন ধর্মদেব রায় ও আব্দুর রাজ্জাক। কবিতা আবৃত্তিতে বিচারকের দায়িত্ব পালন করেন বাদল চন্দ্র রায় ও পরোশ চন্দ্র রায় এবং দেশাত্মবোধক গানের বিচারক ছিলেন ললিত চন্দ্র রায় ও হিতেশ চন্দ্র রায় এ সকল প্রতিযোগিতা পরিচালনা করেন বাদল চন্দ্র রায় এবং ললিত চন্দ্র রায়। অনুষ্ঠিত সকল প্রতিযোগিতার পুরস্কার ও সনদপত্র ১৬ ডিসেম্বর শনিবার পাকের হাট শহীদ মিনার চত্তরে বিকেল ৪টায় প্রদান করা হবে।

Spread the love