শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বিদেশে রপ্তানীযোগ্য মাছ চাষ করতে নবাবগঞ্জে স্থানীয় মৎস্য চাষীদের নিয়ে মতবিনিময়

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম.এ সাজেদুল ইসলাম(সাগর) : ৯ ডিসেম্বর দিনাজপুরের নবাবগঞ্জে মৎস্য কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে বিদেশে রপ্তানীযোগ্য মাছ করতে স্থানীয় মৎস্য চাষীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম আহমেদ’এর সভাপতিত্বে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় মৎস্য বিষয়ক ওই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.রুহুল আমিন প্রধান, সহকারী পরিদর্শক আকবর আলী, মৎস্যচাষী মোঃ জামিনুর রহমান, রাশেদ বিপ্লব। সভায় ইউনিয়ন পর্যায়ের লিফ্ সুমন সরকার, আকতারুজ্জামান, আজাদ কালাম, হুমায়ুন কবির, মোকররম হোসেন, হাবিবুর রহমান, মেহেরুল ইসলাম, মফিজুল ইসলাম, আঃ রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Spread the love