মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিদ্যুতায়ন অনুষ্ঠানে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী ঘরে ঘরে বিদ্যুতায়ন মানেই ডিজিটাল বাংলাদেশ গড়ার সফলতা

দিনাজপুর প্রতিনিধি: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি বলেছেন, ঘরে ঘরে বিদ্যুতায়ন মানেই ডিজিটাল বাংলাদেশ গড়ার বিরাট সাফলতা। বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে আরো বেগবান করতে হলে জনগণকে আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।

গতকাল রোববার চিরিরবন্দর উপজেলার ২নং সাতনালা ইউনিয়নের সন্নাস ডাঙ্গা কমিউনিটি ক্লিনিকের বিদ্যুতায়ন উদ্বোধণ করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুল হক এর সভাপতিত্বে বিদ্যুতায়ন উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিরিরবন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আইয়ুবুর রহমান শাহ্। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের বিশিষ্ট নেতা মোঃ শহিদুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জিএম, প্ল্যান বাংলাদেশ দিনাজপুর এর প্রজেক্ট কো-অর্ডিনেটর ও ল্যাম্ব হাসপাতালের টেকনিক্যাল অফিসার। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ সুশীল সমাজের নেতৃবন্দ উপস্থিত ছিলেন।

Spread the love