শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিনামূল্যে ২ হাজার ফিস্টুলা রোগীকে চিকিৎসা দিয়েছে ল্যাম্ব হাসপাতাল

দিনাজপুর প্রতিনিধি॥ দেশ থেকে ফিস্টুলা নির্মূলে কাজ করে যাচ্ছে উত্তরাঞ্চলের ৫ জেলার ৩০ উপজেলার প্রায় ৬০ জন ফিস্টুলা নারী এডভোকেট। সেই ফিস্টুলা এডভোকেটদের পূণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে বুধবার পার্বতীপুরের ল্যাম্ব হাসপাতালে। অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশে প্রায় ৭০ হাজার ফিস্টুলা রোগী রয়েছে। এদের বেশীর ভাগ চিকিৎসায় এগিয়ে এসেছে পার্বতীপুরের ল্যাম্ব হাসপাতাল। দেশের মায়া মমতা ছেড়ে এসে সুইজারল্যান্ড নাগরিক ডাঃ বেয়াট্রিজ আমবুয়ান গত ১২ বছর যাবৎ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ল্যাম্ব হাসপাতাল এ যাবৎ মোট ২ হাজার ফিস্টুলা রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে। ডাঃ বেয়াট্রিজ আমবুয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় সমাজসেবা পরিচালক উপসচিব আব্দুল মোতালেব সরকার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ল্যাম্ব ট্রেনিং সেন্টারের পরিচালক স্মিতা হাসদা, সিএইচডিপি’র পরিচালক বাপন মানকিন, ডিপার্মেন্ট পরিচালক লিটন বালা, ডাইরেক্টর অপারেশন ও ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক স্বপন পাহান, পিআরও ল্যাম্ব এ্যানোস সরেন, এ্যাডমিনিষ্ট্রেটর সাইমন জয়ধর, ডাঃ খাদিজা, উপজেলা সমাজসেবা অফিসার তাপস রায়, ল্যাম্ব এসএস-এফজিএফ প্রজেক্টের প্রোগ্রাম ম্যানেজার শৈলেস চন্দ্র বাস্কে, টেকনিক্যাল অফিসার ইছারব হোসেইন, এ্যাকাউন্স অফিসার মোঃ আবুল কালাম আজাদ প্রমূখ।

Spread the love