শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিরলের রাজুরিয়া পূজা মন্ডপে উত্তেজনা সৃষ্টির চেষ্টা রুখে দিলেন ইউএনও

আতিউর রহমান, বিরল (দিনাজপুর) ॥ বিরলের রাজুরিয়া (মাঝাপাড়া) দূর্গা পূজা মন্ডপে প্রধান অতিথি সম্বধনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ এর জের ধরে উত্তেজনা সৃষ্টির চেষ্টা রুখে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও অফিসার ইনচার্জ (ওসি)। সরজমিনে দু’টি পক্ষকে সামনাসামনি নিয়ে দীর্ঘ আলোচনার মাধ্যমে উত্তেজনা নিরসন হওয়ায় উপজেলা প্রশাসনকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।

উপজেলার ১ নং আজিমপুর ইউপি’র রাজুরিয়া (মাঝাপাড়া) দূর্গা পূজা মন্ডপে বুধবার রাতে ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি আব্দুল আউয়াল চৌধুরীকে প্রধান অতিথি সম্বধন করায় স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজমুল হায়দার স্বপন মন্ডপ কমিটির সভাপতি প্রসাদ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক হরিপদ রায়, কোষাধ্যক্ষ প্রেম কুমার রায়সহ অন্যান্য নেতৃবৃন্দের প্রতি ক্ষোভ প্রকাশ করে। চেয়ারম্যানের ক্ষোভ প্রকাশকে  কেন্দ্র করে এ নিয়ে মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে বিরোধ সৃষ্টি হয়। মন্ডপ কমিটির নেতৃবৃন্দ জানান, অষ্টমী পূজার রাতে চলমান কীর্তন পালনে বিঘœ ঘটে। রাতে এর জের ধরে উত্তেজনা সৃষ্টি হতে চললে স্থানীয়ভাবে বিষয়টি আপোষ মিমাংসার চেষ্টা করেও আপোষ না হওয়ায় পরদিন সকালে নমবীর দিনে প্রসাদ বিতরণ বন্ধ রেখে উত্তেজনা সৃষ্টি চেষ্টার সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ বি এম রওশন কবীর এবং অফিসার ইনচার্জ (ওসি প্রশাসন) এ টি এম গোলাম রসুল পূজা মন্ডপে পৌছে উভয়পক্ষকে সাথে নিয়ে আলোচনায় বসেন। বৃহষ্পতিবার দুপুর ২টায় উত্তেজনা সৃষ্টি চেষ্টা রুখে দিতে সক্ষম হোন ইউএনও।

বিকালে এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ বি এম রওশন কবীর জানান, জেলা প্রশাসক মহোদয় বিষয়টি অবগত হয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশেনায় উভয়পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে ভূলবুঝাবুঝির অবসান হয়েছে। আর কোন দ্বন্দ্ব নেই শান্তিপূর্ণ সমাধান হয়েছে। মন্ডপ কমিটির সভাপতি প্রসাদ চন্দ্র রায় জানান, আমাদের মাঝে ভূলবুঝাবুঝির অবসান হয়েছে এবং আমরা উৎসবমূখর পরিবেশে পূজা চালিয়ে যাচ্ছি।

Spread the love