শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বিরলের লিচু বাজারে উঠতে শুরু করেছে

আতিউর রহমান, বিরল (দিনাজপুর) : লিচুর রাজ্যখ্যাত বিরলের লিচু পুরোপুরি পাকতে শুরু না করলেও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ গাছের অর্ধপাকা লিচু বাজারে উঠতে শুরু করেছে৷ দফায় দফায় কালবৈশাখী ঝড়ে বিরলে এবার লিচু, আমসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়৷ আর ঝড়ে ক্ষতিগ্রস্থ গাছের ডালপালা শুকিয়ে যাওয়ায় অর্ধপাকা লিচু বাজার মূল্য থেকে অনেক কমে বিক্রি করছে সাধারণ লিচু চাষীরা৷ রোববার বিরল পৌরবাজারসহ আশপাশে ঝড়ে ক্ষতিগ্রস্থ অর্ধপাকা লিচু ক্রয়-বিক্রয় করতে অনেককে দেখা গেছে৷ তবে ন্যায্য মূল্যের চেয়ে অনেক কমে প্রতি শ’ লিচু ৫০-৭০ টাকার ম্যে ক্রয়-বিক্রয় হচ্ছে৷

Spread the love