শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বিরলে উচ্চ শিক্ষায় উপবৃত্তির প্রলোভনে শিক্ষার্থীদের নিকট এবার প্রতারক চক্র অর্থ আদায়ে নেমেছে

আতিউর রহমান, বিরল (দিনাজপুর) ॥ বিরলে উচ্চ শিক্ষার জন্য উপবৃত্তির প্রলোভনে কোমলমতি শিক্ষার্থীদের নিকট কলেজ কর্তৃপক্ষ অর্থ আদায়ের পর এবার উপবৃত্তি পাইয়ে দেবার নামে প্রতারক চক্রও নেমে পড়েছে বিভিন্ন কৌশলে অর্থ আদায়ে। এমনি একটি প্রতারণার অভিযোগ পাওয়া গেছে এক ছাত্রীর পরিবারের নিকট হতে। উপবৃত্তির টাকার আশায় শিক্ষার্থীরা প্রতারক চক্রের সদস্যদের প্রলোভনের ফাঁদে পড়ে নিঃস্ব  হতে পারে বলে আশংকা করছে সচেতন মহল।

দিনাজপুরের বিরল মহিলা কলেজে উচ্চ শিক্ষার জন্য প্রায় ৪ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত এককালীন উপবৃত্তি দেয়ার নামে শিক্ষার্থীদের নিকট অর্থ আদায় করছে কলেজের অধ্যক্ষ সুফিয়া নাহার মঞ্জু। অনলাইনে আবেদন করার জন্য ছবি, জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত যোগ্যতার সনদপত্র স্ক্যানিং বাবদ ১০০ টাকা ও ব্যাংক হিসাব খোলার জন্য ৫০০ টাকা আদায় করা হয়েছে।

উক্ত উপবৃত্তি পাইয়ে দেয়ার নামে প্রতারকচক্রের সদস্য মাধববাটি গ্রামের সাইদুর রহমানের পুত্র শংকরপুর মহল্লায় ভাড়া বাসার মালিকের কন্যা সিনথিয়া আকতারের নিকট ১৫ হাজার টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে।

Spread the love