বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বিরলে উন্নয়নমূলক কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বার বার নয় আর এক বার নৌকায় ভোট দিতে হবে—–এমপি খালিদ

আতিউর রহমান, বিরল (দিনাজপুর) ॥ বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধূরী এমপি বলেছেন, জনগণ আগে টাকা দিয়েও বিদ্যুৎ পায়নি, ভোগান্তি পেয়েছিল। একটি কালভার্ট তৈরী করতে গেলে বিগত বিএনপি সরকার বিদেশের দিকে চেয়ে থাকতো। আর আজ বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রে শেখ হাসিনা বলিষ্ঠ নেতৃত্বে নিজ অর্থায়নে পদ্মা সেতু দৃশ্যমান। সরকারের টাকায় বিদ্যুতায়ন হচ্ছে। ২১ সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ এবং মধ্য আয়ের দেশে রূপান্তরিত হওয়ার কথা থাকলেও ১৮ সালের মধ্যেই ঘরে ঘরে বিদ্যুৎ দেয়াসহ ১৯ সালের মধ্যেই এদেশ মধ্য আয়ের দেশে পরিণত হচ্ছে। বর্তমান সরকারের আমলে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনসহ প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন সাধিত হয়েছে। এই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে নৌকা মার্কায় বার বার নয় আর একবার ভোট দিতে হবে।
বুধবার বিকালে বিরলের মঙ্গলপুর ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত স্থানীয় বাজারের জনসভায় প্রধান অতিথি’র বক্তব্য প্রদানকালে তিনি উপরোক্ত কথাগুলি বলেন।
জনসভার পূর্বে প্রধান অতিথি দিনাজপুর-বিরল-বোচাগঞ্জ সড়কের ধুকুরঝাড়ীতে ২০ মিটার দৈর্ঘ্যরে ও ১২.২ মিটার প্রস্থের প্রায় ১ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে ব্রীজ, প্রায় হাজার কোটি টাকার প্রকল্পের পার্বতীপুর-দিনাজপুর-ঠাকুরগাঁও-পঞ্চগড় ডুয়েল গেজ রেল লাইনে বিরলের মঙ্গলপুরে নবনির্মিত রেলওয়ে স্টেশন, মঙ্গলপুরহাট হয়ে ফুলবাড়ীহাট ভায়া নাড়াবাড়ী হাট পর্যন্ত ১২ কিমি, উত্তরবিষ্ণপুর জগদীশ এর মিল হতে কেশবপুর শিমুলতলা মোড় পর্যন্ত প্রায় ১কিমি, মাহাতাবপুর, মঙ্গলপুর পুরাতন ইউপি ভবন হতে ফুলবাড়ীহাট ভায়া সিজগ্রাম পর্যন্তপ্রায় ১ কিমিসহ মোট ১৪.৫৩৪ কিমি রাস্তার ১০ কোটি ৪১ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর, ৪টি গ্রামে ১.৭২৬ কিমি প্রায় ২৫.৮৭ লাখ টাকা ব্যয়ে ১৯৬ টি নতুন বিদ্যুৎ সংযোগের শুভ বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেন।
ইউপি আওয়ামীলীগের সভাপতি মহিদুল ইসলাম চৌধুরী বাবুল এর সভাপতিত্বে সাবেক ছাত্রনেতা রাসেল এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এম আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক একেএম মোস্তাফিজুর রহমান বাবু, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল কামেম অরু, অধ্যাপক রিয়াজুল ইসলাম, অধ্যাপক আব্দুস সবুর, যুগ্ম-সম্পাদক রমা কান্ত রায়, সৈয়দ জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক আল্লামা আজাদ ইকবাল লাবু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম চৌধুরী, ইউপি চেয়ারম্যান সেরাজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক, কৃষকলীগের সভাপতি মজিবর রহমান, মহিলালীগের সভাপতি কুলসুমা বেগম, যুবলীগের সভাপতি আব্দুল মালেক, উপজেলা ছাত্রদলের সভাপতি সারওয়ারুল ইসলাম রাসেল প্রমূখ।
এর আগে সকালে প্রধান অতিথি বোচাগঞ্জ উপজেলার সাদামহল বাজারে উন্নয়নকৃত হাট সেড (গ্রোথ সেন্টার) ও পরে সন্ধ্যায় সেতাবগঞ্জ কেন্দ্রীয় শ্মশান এ শিব মন্দিরের শুভ উদ্বোধন করেন।

Spread the love