শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিরলে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের ব্যাপক গনসংযোগ

Birolদিনাজপুরের বিরলে আসন্ন

উপজেলা পরিষদ

নির্বাচনে প্রতীক বরাদ্দ না

হলেও আগাম

নির্বাচনী প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছেন প্রার্থীরা।

ভোটারদের মন জয় করতে পথ সভা উঠান

বৈঠক ও গণসংযোগের মাধ্যমে মাঠ দখলে

মরিয়া হয়ে উঠেছে। দিনাজপুর জেলার বিরল

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও

ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা রাতের ঘুম ছেড়ে

ছুটে বেড়াচ্ছেন। প্রত্যন্ত গ্রাম-গঞ্জে, হাট-বাজার,

শহর-বন্দর সহ পাড়ায়-পাড়ায়। উপস্থিত হতে

ভুলছেন না। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে। কোন

ক্লান্তি যেন তাদের ছুতে পারছে না। দলের ইমেজ

ধরে রাখার জন্য উঠে পড়ে লেগেছেন আওয়ামী

লীগ ও বিএনপি সমর্থিত প্রার্থীরা।

ঘোষিত তফশীল অনুযায়ী ৫ম দফায় আগামী

৩১ মার্চ অনুষ্ঠিত হবে বিরল উপজেলা পরিষদ

নির্বাচন। গণসংযোগ পথসভা উঠান বৈঠক

অব্যাহত রেখেছেন উপজেলা আ’লীগের একক

প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম

সদস্য, সাবেক প্রতিমন্ত্রি বাবু সতীশ চন্দ্র রায়ের

পুত্র আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির

সহ-সম্পাদক, ডা. মানবেন্দ্র রায় মানব। ভাইস

চেয়ারম্যান পদে আওয়ামী লীগের আব্দুল কুদ্দুস

(আওয়ামী লীগ), মহিলা ভাইস চেয়ারম্যান পদে

লায়লা আরজুমান্দ বানু (আওয়ামী লীগ)।

Spread the love