শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিরলে এক সেনাসদস্যের স্ত্রীর সাথে গোপন অভিসারে গিয়ে জনতার হাতে ইউপি সদস্য আটক

সুবল রায়, বিরলঃ দিনাজপুরের বিরলে পরকীয়া প্রেমের সুত্রধরে এক সেনাসদস্যের স্ত্রীর সাথে গোপন অভিসারে গিয়ে স্থানীয় জনতার হাতে ইউপি সদস্য আটক হবার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নের্তৃত্বে পরিষদে শালিসী বৈঠকে গতকাল শুক্রবার সকালে শত শত মানুষের সামনে দোষী সার্বস্ত হবার পরেও ঐ ইউপি সদস্যকে ছেড়ে দেয়ায় এলাকার মানুষের মাঝে ব্যপক জল্পনা-কল্পনা শুরু হয়েছে।

এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার ৪ নং শহরগ্রাম ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দাসনগর গ্রামের সেনা সদস্য চাকুরীর সুবাদে বাইরে অবস্থান করার কারণে তার স্ত্রীর সাথে পরকীয়ার সুত্র ধরে অবৈধ সম্পর্ক গড়ে তোলে সংশ্লিষ্ট ইউপি’র ৫নং ওয়ার্ডের লম্পট সদস্য তাজমুল ইসলাম। তাজমুল গত বুধবার দিবাগত গভীর রাতে সেনা সদস্যের বাড়ীর শয়নঘরে লোক চক্ষুর আড়ালে প্রেমিকার সাথে গোপন অভিসারে মিলিত হলে স্থানীয় জনতা তাদের দু’জনকে হাতে নাতে আটক করে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে কতিপয় ব্যাক্তি লম্পট ইউপি সদস্য তাজমুলকে রাতেই ছাড়িয়ে নেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। পরের দিন সংশ্লিষ্ঠ ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলাম সুষ্ঠ্য বিচারের আশ্বাস দিয়ে লম্পট সদস্য তাজমুলকে পরিষদে নিয়ে আসে। গতকাল শুক্রবার সকালে পরিষদের হলরুমে শালিসী বৈঠকে অপরাধী দু’জনকে সমান অপরাধে অপরাধী সাজিয়ে শালিসী বৈঠকে কান ধরে উঠবসের নির্দেশ দিলেও অপরাধীরা জনসম্মুখে নাম মাত্র ক্ষমা চেয়ে রক্ষা পায়। এসময় চেয়ারম্যান অনৈতিক কাজে আটককারীদেরও অপরাধী হিসেবে আখ্যাদিয়ে এমন কর্মকান্ড থেকে বিরত থাকার নির্দ্দেশ দেন। নাম প্রকাশ না করার শর্তে এলাকার অনেকে ক্ষোভের সাথে বলেন, একজন জনপ্রতিনিধির এমন কর্মকান্ড মেনে নেয়া যায়না। অভিযোগ উঠেছে চেয়ারম্যান হাফিজুল ও বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি সালেহউর রহমান মন্টুসহ স্থানীয় কয়েক জন ইউপি সদস্য তাজমুলের নিকট থেকে ৫ লক্ষ টাকা নিয়ে বিষয়টি সালিশের নামে ধামা-চাপা দিয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Spread the love