শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বিরলে জমি-জমার বিরোধের জের ধরে আদিবাসীর গাছ কর্তন

 

আতিউর রহমান, বিরল (দিনাজপুর) : বিরলে জমিজমার বিরোধের জের ধরে সন্ত্রাসী কায়দায় আদিবাসীর জমিতে থাকা ফলজ, বনজ গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষরা৷ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে আদিবাসী তাপস লাকড়া অন্তু৷

জানা গেছে, উপজেলার রাণীপুকুর ইউপির বহবলদিঘী মৌজার ২৪৬ নং খতিয়ানভূক্ত ৫৯ নং দারে ৫৮ শতক জমি পৈত্রিক ও কবালা দলিল সূত্রে ভোগ দখল করে আসছে মৃত বিশ্বনাথ লাকড়ার পুত্র তাপস লাকড়া, অন্তু, মৃত মোহনকুজুর এর স্ত্রী লক্ষী খালকো, সূধীর পাহানের স্ত্রী পুতুলী পাহান, রঞ্জন দাসের স্ত্রী মালতী লাকড়া গংরা সকলে৷ জমির কিছু অংশে বাড়ীঘর, কিছু অংশে ফলজবনজ গাছ রোপন করে শান্তিপূর্ণ ভোগদখল করছেন সকলে৷ শনিবার সকালে এলাকার চি‎িহ্নত ভূমিদস্যু লিয়াকত আলীর পুত্র আনারুল (৩৫), শুকুরুর পুত্র আকতারুল (২২), মৃত ধলা মিয়ার জামাই নুর আলম (৩০), বাচ্চু লাকড়া পুত্র অর্জুন লাকড়া (২৮), ভিম লাকড়া (৩৫), মৃত মোবারক আলীর পুত্র রমজান আলী (৩০) দেশীয় াস্ত্রে সজ্জিত হয়ে উক্ত জমিতে অনধিকার প্রবেশ করে ফিল্ম্ম ষ্টাইলে জমিতে থাকা ফরজবনজ গাছ কাটতে থাকে এবং গাছ কাটতে বাঁধা দিলে প্রাণে শেষ করে ফেলাসহ বিভিন্ন প্রকারের হুমকি প্রদর্শন করে৷ উপায় না পেয়ে তাপস লাকড়া অন্তু স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের দারস্থ হয় এবং শেষে বিরল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে৷

Spread the love