শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিরলে জমি-জমার বিরোধে ধানক্ষেত নষ্ট

আতিউর রহমান, বিরল (দিনাজপুর) ॥বিরলে জমি-জমার পূর্ব বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ কর্তৃক গুটি স্বর্ণ ও কাঠারী ধানের চাষকৃত ক্ষেত নষ্ট করার অভিযোগ উঠেছে। ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগে জানায়, উপজেলার শহরগ্রাম ইউপি’র রতনৌর গ্রামের মৃত মফিজ উদ্দীনের পুত্র নজরুল ইসলামসহ অন্যান্য ভাইদের পৈত্রিকসূত্রে প্রাপ্ত পার্শ্ববর্তী রামপুর মৌজার ৫৭ নং দাগের ১৫৬ শতক জমিতে চাষাবাদকৃত গুটি স্বর্ণ ও কাঠারী ধান ক্ষেতে প্রতিপক্ষ আছমত আলী সঙ্গীয় লোকজনসহ ধানের গাছগুলো উপরে মাটিতে উল্টো করে পুঁতে ধানক্ষেত নষ্ট করে। মঙ্গলবার সরজমিনে গিয়ে সমগ্র নষ্ট হওয়া ধানক্ষেত দেখিয়ে এ প্রতিবেদককে নজরুল ইসলাম জানান, মামলাসহ পূর্ব বিরোধের জের ধরে আছমত আলীর সাথে গণমান্য ব্যক্তিদের নিয়ে শালিস বৈঠকের প্রস্ততি চলছিল। শালিস বৈঠকে না এসে ধান ক্ষেত নষ্ট করে প্রায় এক লক্ষ টাকার ক্ষতিসাধন করা হয়েছে। তিনি ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন।

Spread the love