শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিরলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মো. আতিউর রহমান : বিরলে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল। দিবসটি উপলক্ষ্যে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, কোরআন খানি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বৃহষ্পতিবার দুপুরে উপজেলা বিএনপি’র বিরল পৌরশহরস্থ অস্থায়ী কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং কোরআন খানি শেষে সদ্য প্রয়াত বিএনপি’র ভাইস চেয়ারম্যান, অবিভক্ত ঢাকার সাবেক সিটি মেয়র ও সাবেক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা’র স্মরণে কালো ব্যাজ ধারণ ও ১ মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে আলোচনা সভার শুরু করা হয়। উপজেলা তাঁতীদলের আহ্বায়ক আশাদুল হক হিরার সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক প্রভাষক মিজানুর রহমান, সহ-সভাপতি জিন্নাত আরা আহমেদ, বোচাগঞ্জ উপজেলা বিএনপি নেতা রবিউল গণি, বিরল পৌর বিএনপি’র আহ্বায়ক লিয়াকত আলী, বিএনপি নেতা ও সাবেক ভিপি হামিদুর রহমান, আবু নাছার প্রধান, মোশারফ হোসেন, কামরুজ্জামান, ছাত্রদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন, যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান রাশেদ, শ্রমিকদলের সভাপতি একরামুল হক চুন্নু, স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, ওলামাদলের সাধারণ সম্পাদক হাফেজ মোঃ শাহজাহান আলী, পৌরযুবদলের যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ, হাবিবুর রহমান, জাহাঙ্গির, তাঁতীদলনেতা লিয়াকত আলী, আমিনুল ইসলাম প্রমূখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Spread the love