শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিরলে ধর্ষককে ছেড়ে দেয়ার ৩৬ ঘন্টা পরেও থানায় কোন মামলা দায়ের হয়নি

সুবল রায়, বিরলঃ বিরলে থানা চত্বরে শালিস বসিয়ে প্রকাশ্যে গৃহবধূর ইজ্জতের মুল্য ৫২ হাজার টাকা নির্ধারণ করে ধর্ষককে থানা হাজত থেকে ছেড়ে দেয়ার ৩৬ ঘন্টা পরেও কোন মামলা দায়ের হয়নি। ধর্ষিতা স্বামী সংসার হারিয়ে পিত্রালয়েই অবস্থান করছে। ধর্ষিতার পাশে প্রশাসন কিংবা কোন এনজিও এ পর্যমত্ম সহায়তার হাত বাড়ায়নি।

জানা গেছে, গত বুধবার রাত ৮ টার দিকে উপজেলার রাণীপুকুর ইউপি’র বরাহনগর গ্রামের আব্দুস ছালামের বখাটে পুত্র মহিদুর (১৮) একই ইউপি’র হালজায় গ্রামের এক গৃহবধূ (২০)’র ঘরে প্রবেশ করে ওই গৃহবধুকে ইচ্ছার বিরম্নদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ধর্ষিতার চিৎকারে ধর্ষিতার স্বামীসহ এলাকার লোকজন ছুটে এসে ধর্ষক মহিদুরকে আপত্তিকর অবস্থায় আটক করলে গত বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে এলাকার জনপ্রতিনিধিসহ একটি স্বার্থন্বেষী মহল বিষয়টি লক্ষাধিক টাকার বিনিময়ে ধামাচাপা দেয়ার চেষ্টা চালালে সংবাদ পেয়ে বিরল থানার উপ-পরিদর্শক আশরাফুলসহ সংগীয়ফোর্স পিকআপ ভ্যাননিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ধর্ষক ও ধর্ষিতাকে থানায় নিয়ে আসে। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও এ ব্যাপারে থানায় কোন মামলা হয়নি। উপরম্নমত্ম গত শুক্রবার দুপুরে উপ-পরিদর্শক আশরাফুলের নের্তৃত্বে বিরল থানা চত্বরে একটি শালিশ বৈঠক বসানো হলে গৃহবধূ ধর্ষিতার ইজ্জতের মুল্য ৫২ হাজার টাকা নির্ধারন করে প্রায় ২০ ঘন্টা পর ধর্ষক মহিদুলকে থানা হাজত থেকে ছেড়ে দেয়া হয়। এদিকে ধর্ষিতাকেও ২০ ঘন্টা ধরে থানায় রাখা হলেও তার কাছ থেকে কোন মামলা নেয়া হয়নি এবং তাকে কোন ডাক্তারী পরীক্ষা করানো হয়নি বলে ধর্ষিতার পক্ষ থেকে অভিযোগ উঠেছে। এদিকে, জাতীয় ও স্থানীয় বিভিন্ন পত্রিকায় সংবাদটি ফলাও করে প্রকাশ হবার কারণে গতকাল রোববার দিনব্যাপী বিরল থানার পক্ষ থেকে এবং শালিসদারগণ ধর্ষিতার সাথে দেখা করে বিষয়টি এড়িয়ে যাবার জন্য বিভিন্ন হুমকি প্রদর্শন করা হয়েছে। অপরদিকে, ঘটনার ৭২ ঘন্টা অতিবাহিত হলেও কোন মামলা দায়ের না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে জনমনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

Spread the love