শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিরলে ধান ও ভূট্টা ফসলে বিষাক্ত কীটনাশক প্রয়োগে লক্ষাধিক টাকার ক্ষতি

আতিউর রহমান, বিরল (দিনাজপুর) : বিরলে পূর্ববিরোধের জের ধরে জমিতে থাকা ধান ও ভূট্টার ফসলে বিষাক্ত কীটনাশক প্রয়োগ করায় লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে৷ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে৷

জানা গেছে, উপজেলার শহরগ্রাম ইউপি’র চকবালা গ্রারে আব্দুর রহমানের পুত্র মতিউর রহমানদের সাথে মৃত আলে মোহাম্মদের পুত্র রিয়াজুল ইসলামদের দীর্ঘ বিরোধ চলে আসছিল৷ এরই মধ্যে গত ৩ এপ্রিল/১৫ রাত্রীবেলা রতনৌর মৌজার ১৭৯ নং খতিয়ানভূক্ত ১০৬৮, ১০৭৬, ১০৮৩, ১০৮৪ ও ১০৯২ দাগের ১.৬৯ একর জমিতে থাকা ইরি-বোরো ধান ও ভূট্টা ফসলে কে বা কাহারা বিষাক্ত কীটনাশক প্রয়োগ করে৷ ফলে ধান ও ভূট্টা গাছের পাতাগুলি পুড়ে নষ্ট হয়ে গেছে৷ ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষতি হওয়ায় মতিউর রহমান বাদী হয়ে বিরল থানায় ৭ এপ্রিল/১৫ একটি অভিযোগ দায়ের করেছে৷ গতকাল বৃহষ্পতিবার বিকালে সরজমিনে গিয়ে ক্ষতিগ্রস্থসহ প্রতিবেশিদের সাথে কথা বললে অনেকে জানান, পূর্ব বিরোধের জের ধরে এমন প্রতিহিংসামূলক হীন কাজ করে মতিউর রহমানদের লক্ষাধিক টাকার ফসলের ক্ষতি করা হয়ে থাকতে পারে৷ এলাকাবাসী এমন হীন কর্মকান্ডের হোতাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছে৷Birol kitnasoc. 2

Spread the love