শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিরলে নাফকো মিশ্রসার ও জৈবসার প্রদর্শনীর উপর মাঠ দিবস

আতিউর রহমান, বিরল (দিনাজপুর) : নাফকো (প্রাঃ) লিমিটেডের আয়োজনে ও মের্সাস কৃষি এন্টার প্রাইজের তত্বাবধায়নে বিরল উপজেলার ফরক্কাবাদ ইউনিয়নের কানাইবাড়ী ব্লকের আওতাধীন ছেতরা বাজারে নাফকো মিশ্রসার ও জৈবসার প্রদর্শনীর উপর মাঠ দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷

বুধবার সকালে মাঠ দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাফকো (প্রাঃ) লিমিটেডের টেকনিক্যাল ম্যানেজার কৃষিবিদ মোঃ সামসুল হক, উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা আবু মোঃ মহসিন আলী, কানাইবাড়ী ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা জর্জিরুল ইসলাম, ফরক্কাবাদ ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা এস এম লুত্ফর রহমান, কৃষক নজরুল ইসলাম, স্থানীয় নাফকো কর্মকর্তা জাফর ইমাম, আনোয়ারুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় ৫০ জন কৃষক৷ আলোচনা সভা শেষে কৃষক নজরুল ইসলামের ৫ শতক জমিতে নাফকো মিশ্রসার ও জৈবসার ব্যবহারে বিআর-২৮ ধানের বাম্পার ফলন হয়েছে৷ ৫ শতক জমিতে ধান আবাদ হয়েছে ৪.৭৫ মন৷ এবার কানাইবাড়ী ব্লকে ৫৪০ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে৷ নাফকো মিশ্রসার ও নাফকো জৈবসার ব্যবহারে বাম্পার ফলনে কৃষক খুশি হয়েছে৷

 

Spread the love