শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বিরলে নিরাপদ সড়ক কর্মসূচীর প্রশিক্ষণ অনুষ্ঠিত

আতিউর রহমান, বিরল (দিনাজপুর) ॥ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) দিনাজপুর এর আয়োজনে নর্দান বাংলাদেশ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রজেক্ট (নবিদেব) প্রকল্পের আওতায় কমিউনিটি ভিত্তিক নিরাপদ সড়ক কর্মসূচীর টিওটি দলের ১ দিনের প্রশিক্ষণ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে বিরল উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলার বিভিন্ন এলাকার ২০ (কুড়ি) জন ব্যক্তি প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণের শুরুতে দিনাজপুর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন দিনাজপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল মালেক। দিনব্যাপী এ প্রশিক্ষণে প্রশিক্ষণ দান করেন, বুয়েট’র অধ্যাপক ড. শামসুল হক ও ড. মাহবুব আলম তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন, এলজিইডি’র সদর দপ্তরের নবিদেব প্রকল্প পরিচালক আবু মোঃ সাহরিয়ার আলম। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষক-প্রশিক্ষণার্থীগণের সমন্বয়ে নিরাপদ সড়ক কর্মসূচী উদ্বুদ্ধকরণে একটি র‌্যালি বের হয়ে বিরল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Spread the love