বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিরলে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা

দিনাজপুর প্রতিনিধি : ‘‘কাজের মাঝে শিশু করবে মায়ের দুধ পান, সবাই মিলে সবখানে করি সমাধান’’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সোমবার দিনাজপুরের বিরলে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, বিরল এডিপি, ব্র্যাক ও সুর্যের হাসি ক্লিনিকের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সকাল ১১টায় স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর হতে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ এ, এস, এম জাহিদুল ইসলামের সভাপতিত্বে মেডিক্যাল অফিসার ডা. রামিম ইসলাম ইবনে নুর এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান আ ন ম বজলুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার আব্দুলস্নাহ আল খায়রুম, ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম, পরিবার পকিল্পনা অফিসার আজিবুন নাহার, বিরল এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর প্রোগ্রাম ম্যানেজার রিচার্ড তাপস দাস, সুর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার তাহেরুল ইসলাম, ব্রাকের ম্যানেজার মশিউর রহমান বক্তব্য রাখেন।

Spread the love