শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিরলে লাঙ্গল মার্কার পক্ষে জাপা প্রার্থী এ্যাড. জুলফিকার হোসেনের প্রচারাভিযান শুরু

এম. আর মিজান ॥ সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন বোচাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি, জেলা যুব সংহতির সভাপতি ও কেন্দ্রীয় যুব সংহতির সাংগঠনিক সম্পাদক এ্যাড. মোঃ জুলফিকার হোসেন। ফলে এখন পরিস্কার দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে মহাজোট বলে কিছু থাকছে না। সেখানে এখন পুরোদমে শুরু হলো লাঙ্গল মার্কার পক্ষে গণসংযোগ।

১১ ডিসেম্বর মঙ্গলবার নির্বাচনী প্রচারাভিযানের দ্বিতীয় দিনে বিরল ক্যাডেট মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে এ্যাড. সুধীর চন্দ্র শীল’র সভাপতিত্বে দিনাজপুর-২ আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এ্যাড. জুলফিকার হোসেন নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বলেন, পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মোহাম্মদ এরশাদের স্বর্ণযুগের শাসনামল শেষে ১৯৯০ সালের পর থেকে দুটি দলের প্রতিহিংসামূলক রাজনীতির কারনে মানুষ আজ অতিষ্ট। এ দু’দলের বিকল্প হিসেবে জাতীয় পার্টিই একমাত্র রাজনৈতিক শক্তি। মানুষ এখন এ দুই দল হতে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা আওয়ামী লীগ ও বিএনপি হতে পরিত্রাণ চায়। সব মিলিয়ে প্রতিহিংসামূলক রাজনীতি থেকে উত্তরণে লাঙ্গল মার্কার কোন বিকল্প নাই। তাই আজ পল্লীবন্ধু এরশাদের লাঙ্গল মার্কায় ভোট দিয়ে এলাকা তথা দেশের যুগান্তকারী উন্নয়নের শপথ নিতে সকলকে অঙ্গীকারাবদ্ধ হতে হবে। সময় এসেছে ভাগ্য পরিবর্তনের। তাই সুযোগটিকে কাজে লাগিয়ে সবাইকে লাঙ্গলের পক্ষে কাজ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, আফজাল হোসেন দুলাল, লোকমান হোসেন, খোকন চৌঃ, ইলিয়াস আলী, আজগর, রহমান মেম্বার প্রমুখ। এছাড়াও বিরল-বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাবেক কেন্দ্রীয় ছাত্র সমাজের নেতারাও উপস্থিত ছিলেন।

Spread the love