মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিরলে লায়ন্স ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চোখের ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ ১৫ অক্টোবর সোমবার লায়ন্স অক্টোবর সেবা পক্ষ – ২০১৮ উপলক্ষে লায়ন্স ক্লাব অব দিনাজপুর আয়োজিত গাউসুল আযম চক্ষু হাসপাতাল দিনাজপুরের বাস্তবায়নে লায়ন্স জেলা ৩১৫ এটু জেলা গভর্ণর এর সহযোগিতায় বিরল উপজেলার ৫নং ইউনিয়নের সবাইল গ্রামে সবাইল মাদ্রাসা প্রাঙ্গণে চোখের ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব সেক্রেটারী লায়ন সাইদুর রহমান, জয়েন্ট সেক্রেটারী লায়ন লুৎফর রহমান মিন্টু এমজেএফ, ভাইস প্রেসিডেন্ট লায়ন মোকাররম হোসেন খান, কোষাধ্যক্ষ্য লায়ন রেওয়ান হোসেন চৌধুরী রানা, লায়ন মোঃ সাইদুর রহমান মন্ডল। ক্যাম্পে প্রায় ৩ শ জন চোখের ছানি রোগীদের দেখেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ লায়ন ডাঃ আনসার আলী ও জুনিয়র কনসালটেন্ট ডাঃ ওয়াহিদা বেগম। ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন চোখ মানুষের অমূল্য সম্পদ। এর পরিচর্যা করা দরকার। সময়মত চিকিৎসা করালে চোখের যে কোন সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। তাই আমাদের চোখের রোগ সম্বন্ধে সচেতন হতে হবে। ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অধ্যক্ষ এম এ জব্বার। উল্লেখ্য ক্যাম্পে যাদের চোখের ছানি রোগ পরীক্ষা ও সনাক্ত করা হয় তাদের মধ্য থেকে ৪০জন রোগীকে লায়ন্স ক্লাব অব দিনাজপুর বিনামূল্যে অপারেশন করার দায়িত্ব গ্রহণ করে।

Spread the love