শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিরলে হামেরা দিনাজপুরিয়ার বার্ষিক গ্রামীণ ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরলে গণমানুষের সংগঠন হামেরা দিনাজপুরিয়া (এইচডিএস)’র আয়োজনে ‘‘বিজয়ের মাসে নতুন সাজে’’ এই শ্লোগানকে সামনে রেখে প্রতিবারের ন্যায় এবার বিরল পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে গত মঙ্গলবার দিনব্যাপী গ্রামীণ ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সুসম্পন্ন হয়েছে। গ্রামীণ ক্রীড়া অনুষ্ঠানের মধ্যে বাচ্চার কান্না, পানির উপর বালিশ পেটানো, ব্যাঙ দৌড়, বিস্কুট দৌড়, মাঝারী ছেলেদের কলা গাছে উঠা, নিজের বউ সাজানো, হাড়ি ভাঙ্গা, বাঁশের উপর দিয়ে হাটা, পাঁ দিয়ে লাঠি নিক্ষেপ, ১০০ শব্দের প্রেমপত্র প্রতিযোগিতা, বিবাহিত-অবিবাহিতদের মধ্যে কাবাডি খেলা , দাড়িয়াবান্দা (গাদল), কবিগান, ঢুলিদের বাজনা, আদিবাসিদের খেমটা নাচ ও তীর নিক্ষেপ, মহিষ দৌড়, ষাড়ের লড়াই, বসত্মা দৌড়, গৃহিনীদের ছাগল দৌড়, দল ভিত্তিক ঝুড়িতে বল নিক্ষেপ, শিক্ষক-ছাত্রদের ধাঁধাঁ ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিবারের ন্যায় এবারেও সংগঠনটির বার্ষিক এ অনুষ্ঠানে হাজার হাজার মানুষের সমাগম ঘটে মিলন মেলায় পরিনত হয়। সংগঠনটির সভাপতি এম.এ.কুদ্দুস সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মানিকের পরিচালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আনোয়ারম্নল ইসলাম, অফিসার ইনচার্জ আমিরম্নল ইসলাম, চ্যানেল আই’র ষ্টাফ রিপোর্টার শাহ আলম শাহী, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা আরজুমান্দ বানু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইসহাক আলী সরকার, সাধারণ সম্পাদক এ.কে.এম. মোস্তাফিজুর রহমান, যুগ্ন-সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, সাংগঠনিক সম্পাদক শফিকুল আজাদ মনি, বীরমুক্তিযোদ্ধা রহমান আলী, আইবুবুর রহমান, যুব বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন, মহিলা আওয়ামীলীগ সভাপতি কুলসুমা বেগম, সাধারণ সম্পাদক বিলকিস পারভীন, যুব মহিলালীগের সভাপতি জাকিয়া সুলাতান বেবী, সাধারণ সম্পাদক রম্নবী পারভীন, যুবনেতা আব্দুল মালেক মাষ্টার, মোসাদ্দেক হোসেন, রইসুল ইসলাম প্রমূখ। দিনব্যাপী অনুষ্ঠান সফল করতে বিভিন্ন উপ-কমিটির মধ্যে ৭ সদস্য বিশিষ্ট অর্থ উপ-কমিটির আহবায়ক আতিউর রহমান, ১১ সদস্য বিশিষ্ট আপ্যায়ন উপ-কমিটির আহবায়ক নুরে আলম সিদ্দিকী, ৭ সদস্য বিশিষ্ট সংবর্ধনা ও পুরষ্কার ক্রয় উপ-কমিটির আহবায়ক মুক্তিযোদ্ধা আইবুবুর রহমান, ১৩ সদস্য বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক উপ-কমিটির আহবায়ক কামরুজ্জামান কামু, ১৩ সদস্য বিশিষ্ট প্রচার ও প্রকাশনা উপ-কমিটির আহবায়ক সুবল চন্দ্র রায়, ২৫ সদস্য বিশিষ্ট জনসংযোগ উপ-কমিটির আহবায়ক কানু সরেন, ১৫ সদস্য বিশিষ্ট অভ্যর্থনা উপ-কমিটির আহবায়ক বিলকিস পারভীন, ধারাভাষ্য উপ-কমিটির আহবায়ক শফিকুল আজাদ মনি, সদস্য সাবিনা ইয়াছমিন, ফারজু আরা টয়েস, ৭ সদস্য বিশিষ্ট ফলাফল সংগ্রহ উপ-কমিটির আহবায়ক শফিকুল ইসলাম শফিক প্রমূখ সকল কর্মসূচী সফল করতে সার্বক্ষণিক সহযোগিতায় নিয়োজিত ছিলেন।

Spread the love