শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিরলে ২ দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা জমে উঠেছে

Birolদিনাজপুর প্রতিনিধি : বিরল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে জনগণের দোর গোড়ায় তথ্য সেবার ২৯-৩০ এপ্রিল/১৪ (২ দিন) ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা জমে উঠেছে। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র, ডিজিটাল প্রযুক্তি নির্ভর ব্যবসা প্রতিষ্ঠান, সরকারী বিভিন্ন দপ্তর তাদের সেবা কার্যক্রম সম্পর্কিত ষ্টল সাজিয়েছে। প্রতিদিন দূর-দূরান্ত হতে শিক্ষার্থী ও তথ্য প্রযুক্তি প্রেমী মানুষেরা মেলা পরিদর্শন করছেন। মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল­াহ আল খায়রুম প্রধান অতিথি হিসাবে মেলার শুভ উদ্বোধন করেন। সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে সহকারী শিক্ষক সাবিনা ইয়াসমিন এর পরিচালনায় মেলায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান সবুজার সিদ্দিক সাগর, যুগ্ন-সম্পাদক রমা কান্ত রায়, মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ, কাঞ্চন নিউ মডেল কলেজ এর অধ্যক্ষ মাহবুবুর রহমান, বিরল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহিদুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি মোজাম্মেল হক শামু প্রমূখ। মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিষ্ঠান সমূহের ষ্টলগুলো পরিদর্শন করেন। এছাড়াও মেলাটিকে প্রাণবন্ত করে তুলতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিষয় ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার সন্ধায় সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত এবং মেলায় অংশগ্রহণকারীদের মাঝে সম্মাননা প্রদান করা হবে।

 

Spread the love