বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বিরামপুরে বাসের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : স্কুল পর্যায়ে বিজয় ফুল প্রতিযোগিতায় উপজেলা পরিষদ অংশগ্রহণ করতে আসা ইসরাত জাহান মিম সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। আহত শিক্ষক মোকলেছুর রহমান (সবুজ)। দিনাজপুরের বিরামপুর উপজেলার কলেজ রোডে বিরামপুর টেলিফোন অফিসের সম্মুখে মোটরসাইকেল আরোহী স্কুলছাত্রী ও শিক্ষককে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজ এর একটি বাসের ধাক্কায় ইসরাত জাহান মীম নামে এক দশম শ্রেণীর স্কুলছাত্রী নিহত হয়েছে।

আহত হয়েছেন দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক মোকলেছুর রহমান (সবুজ) আজ বৃহস্পতিবার ৩১ অক্টোবর বেলা ১১টায় শহরের এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।  বিরামপুর থেকে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের (ঢাকা মেট্রো-ব ১৫-৫২১১) নাম্বারের বাসটি তাদের মোটরসাইকেলে ধাক্কা দিলে মিম গাড়ীর চাকার সাথে পিষ্ট হয়ে ক্ষতবিক্ষত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  সে উপজেলার দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী এবং দূর্গাপুর গ্রামের মতিউর রহমানের কন্যা। ঘটনার পরপরই বিরামপুর থানার পুলিশ বাস ও চালককে আটক করে থানায় নিয়ে আসে।  এ দুর্ঘটনার খবর পেয়ে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূরে আলম ও বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান হাসপাতাল পরিদর্শন শেষে দুর্ঘটনায় নিহত মীমের পরিবারের সাথে সাক্ষাত করেন। 

Spread the love