মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিরামপুরে মাদক রাখার অপরাধে আপন দুই বোনের কারাদন্ড

মো. মাহাবুর রহমান, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি ॥ দিনাজপুরের বিরামপুরে মাদক বিক্রির অভিযোগে আপন দুই বোনকে কারাদন্ড দিয়ে ভ্রাম্যমান আদালত। শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার চকপাড়া মহল্লা হতে তাদের আটক করা হয়।

বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমানের এই আদেশদেন।

সাজাপ্রাপ্ত দুই নারী মাদক কারবারি হলেন,উপজেলার চকপাড়া মহল্লার মৃতঃ শামসুল হকের দুই মেয়ে শামসুন্নাহার পাতানী (৩০) ও শাহনাজ পারভীন পুনিকে (২৮) পুলিশ আটক করে।

থানার ওসি মনিরুজ্জামান মনির জানান, পৌর এলাকার চকপাড়া মহল্লায় মাদক বিক্রির খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পরে ওই এলাকার শামসুল হকের দুই মেয়ে শামসুন্নাহার পাতানী (৩০) ও শাহনাজ পারভীন পুনিকে (২৮) দুই পুরিয়া গাঁজা ও ৪টি ইয়াবা বড়িসহ আটক করা হয়। ওসি বলেন, রবিবার সকালে আটক দুই জনকে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমানের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট পাতানীকে ৩ মাস ও পুনিকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন।

Spread the love