শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিরামপুরে স্ত্রীর মর্যাদার দাবিতে স্বামীর বাড়িতে অনশন

মাহাবুর রহমান,বিরামপুর সংবাদদাতা :

দিনাজপুর বিরামপুর উপজেলায় ২নং কাটলা

ইউনিয়নের উত্তর কাটলা গ্রামের লিটন এর

বাড়িতে শুক্রবার দুপুর থেকে শনিবার সকাল

পর্যন্ত স্ত্রীর মর্যাদার দাবিতে অনশন পালন করছে

কলেজ পড়ুয়া ছাত্রী নুরজাহান (২২)।

নুরজাহান দিনাজপুর বিরল উপজেলার

ঠনঠনিয়া গ্রামের মৃত.খোরশেদ আলীর মেয়ে।

নুরজাহান জানান, বিরামপুর ডিগ্রী কলেজে

লেখাপড়া করা অবস্থায় গত ৬ মাস আগে

মাহাবুব আলম লিটনের সাথে ইসলামী নিয়ম

মেনে দিনাজপুর কোর্টে এফিডেভিট এর মাধ্যমে

বিয়ে সম্পূর্ণ হয়। বিয়ের একমাস পর আমার গর্ভে

সন্তান আসলে আমার স্বামী মাহাবুব আলম লিটন

আমাকে বিভিন্ন ভাবে শাররীক ও মানসিক

নির্যাতন করে এবং আমার গর্ভের সন্তান কে

অস্বীকার করে। গত কয়েক মাস আগে সে আমার

সাথে সকল প্রকার যোগাযোগ বন্ধ করে দেয়।

নিরুপায় হয়ে আমি আমার স্বামীর বাড়িতে

আসলে শাশুড়ী বিভিন্ন প্রকার গালমন্দ করে গলা

ধাক্কাদিয়ে বাড়ি থেকে বের করে দেন এবং আমার

স্বামী বাড়ি থেকে পালিয়ে যান।

এ বিষয়ে লিটনের বাবা তোফাজ্জল মাওলানা

জানান, আমার ছেলে কবে কোথায় বিয়ে করেছে

এ বিষয়ে আমি কিছু জানিনা।

 কাটলা ইউপি চেয়াম্যান এম সামসুল আলম

বলেন, উক্ত ঘটনা শুনে আমি পরিবারের সাথে

মোবাইল ফোনে কথাবলে মেয়েটিকে বুঝিয়ে

সুজিয়ে তার বাড়িতে পাঠিয়ে দিয়েছি। তবে এ

বিষয়ে মেয়েটি কিছুদিন আগে চিঠি দিয়ে অবগত

করেন। আমি ছেলের বাবাকে মেয়েটির

অভিযোগের বিষয়টি জানিয়ে দিয়েছি।

 

 

 

 

 

 

 

 

 

Spread the love