শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিরামপুরে হাইব্রিড ধান চাষে কৃষক লাভবান

রায়হান কবির চপল, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি ॥ বর্তমান সময়ে কর্তনকৃত হাইব্রিড ধানের ভাল ফলন, আশাতীত বাজার মূল্য ও কাঁচা খড়ের উচ্চ মূল্য পেয়ে বিরামপুর উপজেলার হাইব্রিড ধান চাষীরা লাভবান হয়ে উঠেছেন। বেশি দাম পেয়ে একদিকে চাষীরা খুশি অপরদিকে কাঁচা খড়ের মাধ্যমে এলাকার গো-খাদ্যের সংকট মিটছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিকছন চন্দ্র পাল জানান, এবার উপজেলায় উঁচু শ্রেণির ১২০০ বিঘা জমিতে হাইব্রিড জাতের ধান রোপন করা হয়। চাষীরা এই ধান কাটার পর সেই জমিতে আগাম জাতের রবি ফসল আবাদ করে থাকেন। সে লক্ষ্যে সেপ্টেম্বর মাস থেকে এই হাইব্রিড জাতের ধান কাটা শুরু হয়েছে।

উপজেলার ভবানীপুর গ্রামের কৃষক ভ’ট্টু মিয়া জানান, তিনি দুই বিঘা জমিতে হাইব্রিড ধান রোপন করেন। অনুক’ল আবহাওয়ায় সেই ধানের ফলন বিঘা প্রতি ১৮-২০ মন হারে হয়েছে। গত বছর ৪০০-৫০০ টাকা মন দরে ধান বিক্রি হলেও এবার প্রতিমন ৭৫০-৮০০ টাকা করে বিক্রি হচ্ছে। প্রতি বিঘা জমিতে খড় হয়েছে ১৪০০-১৫০০ আঁটি। গত বছর ২ টাকা আঁটি দরে খড় বিক্রি হলেও এবার প্রতি আঁটি খড় বিক্রি হচ্ছে ৫ টাকা দরে। সেই হিসেবে এবার হাইব্রিড ধান চাষীরা একদিকে ধানের ভাল দাম পেয়েছেন এবং খড়ও বিক্রি হচ্ছে উচ্চ মূল্যে। এতে চাষীরা লাভের উপর লাভ পেয়ে যেমন খুশি তেমনি কাঁচা খড় কিনতে পেরে গরুর মালিকরাও গো-খাদ্যের যোগান নিয়ে চিন্তা মুক্ত হচ্ছেন।

Spread the love